Borhanuddin 4.13

4.5 star(s) from 15 votes
8320
Bhola, 8320
Bangladesh

About Borhanuddin

Contact Details & Working Hours

Details

ভোলা দ্বীপটি পদ্মা মেঘনা ও বহ্মপুত্র নদীর শাখা প্রশাখায় বাহিত পলি দ্বারা গঠিত। পলি, লতা-পাতা ও কচুরিপানা ভাসমান অন্যান্য আবর্জনা ধীরে ধীরে জমা হয়ে প্রবাল দ্বীপের ন্যয় চর পড়া শুরু হয়, এর সাথে পলি জমে এ মূল ভূখন্ডের উৎপত্তি হয় । এই দ্বীপের বয়স প্রায় ৫০০ বছর ।



ভোলা নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ।ভোলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা । এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে । খেয়া নৌকার সাহায্যে লোকজনের পারাপারের কাজ চলত । খুব বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত । তার নাম ছিল ভোলা গাজী পাটনী । আজকের যুগিরঘোলের কাছেই তার আস্তানা ছিল । এই ভোলা গাজীর নাম অনুসারেই এক সময় স্থানটির নামকরণ হয় ভোলা।



ভোলা থানা ১৯১৬ সালের ১৮ এপ্রিলের ৬৫১৯ ও ১৯৮০ সালের ২৭ আগস্ট তারিখের ৪২০৩ পি,এল স্মারকবলে বর্তমান স্থানে ভোলা থানার দালানটি নির্মিত হয় । যদিও ১৮৯২ সাল থেকেই এখানে নিয়মিতভাবে কাজকর্ম চলে আসছে তবে ভোলা থানাটি ১৯৪২ সালে স্থাপিত । ভোলা থানাটি ২২ ৩২ অক্ষাংশ থেকে ২২ ৫২ উত্তর এবং ৯০ ৩২ থেকে ৯০ ৪০ দ্রাঘিমাংশ পূর্বে অবস্থিত । পরবর্তীতে ০১/০২/১৯৮৪ খৃঃ তারিখ এটি উপজেলায় উন্নিত হয় ।

এক নজরে বোরহানউদ্দিন উপজেলা :

১. উপজেলার নাম : বোরহানউদ্দিন

২. জেলার নাম : ভোলা।

৩. উপজেলার আয়তন : ২৮৪.৬৭ বর্গ কিলোমিটার

৪. লোক সংখ্যা : ২,৪৫,৯৬০ জন (তথ্য সূত্র : ২০১২ আদমশুমারী)

৫. পৌরসভার সংখ্যা : ০১

৬. ইউনিয়ন সংখ্যা : ০৯টি

৭. স্বাক্ষরতার হার : ৩৮.৮১%

৮. উপজেলা সদর হতে জেলা সদরের দূরত্ব : ২৪ কিলোমিটার

৯. গ্রামের সংখ্যা : ৫৮টি

১০. মৌজার সংখ্যা : ৭২ টি

১১. শিক্ষা প্রতিষ্ঠান

ক. সরকারি প্রাথমিক বিদ্যালয় : ৬১টি

খ. রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় : ৮৪টি

গ. কিন্ডারগার্ডেন : ১০টি

ঘ. মহাবিদ্যালয় : ৪টি

ঙ. মাধ্যমিক বিদ্যালয় : ২৪টি

চ. কারিগরি বিদ্যালয় : ০১টি

ছ. কারিগরি মাহাবিদ্যালয় : ০১টি

জ. দাখিল মাদ্রাসা : ২৯টি

ঝ. সিনিয়ল মাদ্রাসা : ৫টি

ঞ. এবতেদায়ী মাদ্রাসা : ৭৫টি

১২. মসজিদের সংখ্যা : ৪৫৭টি

১৩. মন্দিরের সংখা : ২৫টি

১৪. হাসপাতাল : ১টি, ৫০ শর্য্যা বিশিষ্ট

১৫. ইউনিয়ণ স্বাস্থ্য ও প: কল্যাণ কেন্দ্র : ০৯টি

১৬. কিমউনিটি ক্লিনিক : ০৯টি

১৭. ক. পশু হাসপাতালের সংখ্যা : ০১টি

খ. কৃত্রিম প্রজনন কেন্দ্র : ০১টি

গ. দুগ্ধ খামার : ০১টি

১৮. ডাকঘর : ০১টি

২২. যোগাযোগ ব্যবস্থা : পাকা রাস্তা-১৮৫.৮৭ কিলোমিটার

আধা পাকা ১৫.৩০ কিলোমিটার

কাঁচা রাস্তা ২৬০২ কিলোমিটার

ব্রীজের সংখ্যা : ২০৬টি

কালভার্ট- ৪০৭টি

২৩. খাদ্যগুদাম : ০৫টি

২৪. ডাকবাংলো : ০১টি

২৫. ডাকবাংলোর অবস্থা : মোটামুটি ভাল
ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসন

নাগরিক আবেদন
দাপ্তরিক আবেদন
নকলের জন্য আবেদন
সর্বশেষ অবস্থা জানুন

অন্যান্য ই-সেবা

ই-ডিরেক্টরী
কি সেবা কিভাবে পাবেন
সেবা পাবার ধাপ