Majihat High School, Kushtia, Bangladesh. 3.28

5 star(s) from 1 votes
Majihat, P.O. Halsha, P.S. Mirpur,
Kushtia, 7031
Bangladesh

About Majihat High School, Kushtia, Bangladesh.

Majihat High School, Kushtia, Bangladesh. Majihat High School, Kushtia, Bangladesh. is a well known place listed as School in Kushtia ,

Contact Details & Working Hours

Details

অত্র এলাকার গন্যমান্য মুরব্বী যারা একটি হাই স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আলাপ-আলোচনা শুরু করে এবং ১৯৮৩ সালের ১ লা জানুয়ারী থেকে তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোঃ আতিয়ার রহমানের সহযোগিতায় অস্থায়ী টিনসেড ঘরে মাত্র ৩৯ জন ছাত্র/ছাত্রী নিয়ে এ প্রতিষ্ঠান আল্লাহর উপর ভরসা করে অগ্রযাত্রা শুরু করে। পরবর্তীতে বিদ্যালয়টি ০১.০১.১৯৮৩ ইং তারিখ হতে নিন্ম মাধ্যমিক এবং ০৯.০৬.১৯৮৬ ইং তারিখে মাধ্যমিক এমপিও ভুক্ত হয়ে অদ্যবধি সুনামের সাথে পাঠদান অব্যাহত রেখেছে। বিদ্যালয়টি কুর্শা ইউনিয়নের অন্তর্গত মাজিহাট গ্রামের প্রধান সড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির অন্যতম বৈশিষ্ট্য হলো নৈতিকতার সম্পর্কিত শিক্ষাদান পরিবেশ বজায় রাখা। তাছাড়া বিদ্যালয়টির শিক্ষার্থীরা খেলাধুলা, বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সমানভাবে পারদর্শী। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়ভাবে স্বর্ণ ও রৌপ্য পদক সহ বিভিন্ন খেলাধুলায় বহু পুরুষ্কার লাভ করেছে। বিদ্যালয়ের একাডেমিক পারফরমেন্স সন্তোষজনক। মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ে সবাইকে স্বাগতম। ১৯৮৩ সালে ১০ নং কুর্শা ইউনিয়ন, ছাতিয়ান ইউনিয়নসহ শিক্ষাবঞ্চিত এলাকাবাসীর প্রানের চাহিদার প্রেক্ষিতে তৎকালীন অত্র এলাকার সমাজ সেবক প্রায়ত নূরুল ইসলাম মোল্লা, প্রায়ত আঃ রহিম, প্রায়ত মইজুদ্দিন খাঁন, প্রায়ত আফসার আলী মন্ডল, মোঃ দাউদ হোসেন মোল্লা (বর্তমান সভাপতি), মোঃ আঃগনি প্রমূখসহ এলাকার শিক্ষা অনুরাগী ব্যাক্তিদের নিরলস শ্রম এবং পরিশ্রমের ফসল এই মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়। ১০ নং কুর্শা ইউনিয়নের প্রাণকেন্দ্র মাজিহাট গ্রামে এই বিদ্যালয়টি অবস্থিত। প্রথম থেকে আজ পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাশকরে দেশে-বিদেশে সুনামের সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। শিক্ষা বিস্তারে ঐতিহ্যের স্মারক হিসাবে এই প্রতিষ্ঠানটি পাঠ্যক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলীতে অনুকরনযোগ্য। পুরাতন শিক্ষা পদ্ধতির পরিবর্তে নতুন নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োগসহ শ্রেণীকক্ষে পাঠদান, ল্যাবরেটরীতে নিয়মিত অনুশীলন, সাপ্তাহিক, মাসিক, সাময়িক, বার্ষিক পরিক্ষাসমুহ এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের শিক্ষাদান এবং তাদের দৈহিক মানসিক এবং আর্থসামাজিক বিকাশে সহায়তা করতে এই প্রতিষ্ঠান একান্তভাবে নিয়োজিত। জ্ঞান অর্জনের সাথে সাথে চারিত্রিক গুনাবলী বিকাশে সহায়তা করে তাদেরকে পরিপূর্ণ মানুষ এবং সুনাগরিক হিসাবে গড়ে তোলায় এই মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান লক্ষ্য।

এ শিক্ষালয়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিজ্ঞান, মানবিক শাখায় শিক্ষা গ্রহনের সুযোগ আছে। সুশিক্ষা লাভের জন্য অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং একনিষ্ট সাধনার প্রয়াস দৃঢ়ভাবে অনুসৃত হচ্ছে। বাস্তবমুখী এবং আনন্দদায়ক পাঠদানের কারনে বিদ্যালয়টি প্রতি বৎসর অভাবনীয় ভাল ফলাফল অর্জন করছে।