Lake Island - Dhaka 4.28

4.6 star(s) from 8 votes
Village: Shyampur, Post Office: Birulia, Thana: Savar,
Dhaka, 1340
Bangladesh

About Lake Island - Dhaka

Lake Island - Dhaka Lake Island - Dhaka is a well known place listed as Company in Dhaka ,

Contact Details & Working Hours

Details

লেক আইল্যান্ড - ঢাকা

আবাসন চাহিদা মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেকগুন বেশি হওয়াতে দিন দিন জমির উপর এই বর্ধিত জনগোষ্ঠীর চাপ বেড়েই চলেছে। বিশেষ করে রাজধানী শহর ঢাকায় এই চাপের মাত্রা অন্যান্য জায়গার তুলনায় অনেকগুন বেশী, তাছাড়া প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারনে দিন দিন এর চাপ বেড়েই চলেছে ঢাকা শহরের উপর।

রাজধানীতে একখন্ড নিষ্কণ্টক জমি বা একটি স্থায়ী ঠিকানা আজ ঢাকাবাসী প্রতিটি পরিবারের স্বপ্ন। বাংলাদেশের মানুষের বিশেষ করে শহরকেন্দ্রিক জীবন যাপনের বড় সমস্যা হলো একখন্ড নিষ্কণ্টক, নির্ভেজাল জমি ও নিরাপদ এবং পরিকল্পিত বাসস্থানের অভাব। তাই ভবিষ্যতের স্বপ্নপূরণের জন্য সকল শ্রেণী ও পেশার মানুষের মৌলিক চাহিদা পুরনের লক্ষ্যে একখন্ড নিষ্কণ্টক, নির্ভেজাল জমিতে নিরাপদ ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার প্রত্যয় নিয়ে “এম এইচ গ্রুপ” এর আন্তরিক উপহার “লেক আইল্যান্ড - ঢাকা”।

বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বিরাট অংশ রাজধানী ঢাকামুখী হওয়াতে ঢাকা ও এর আশপাশের বাসযোগ্য জমি হয়ে উঠেছে দুষ্প্রাপ্য। অদূর ভবিষ্যতে এ সঙ্কট আরও প্রকট হয়ে উঠবে বলে দেশবাসী বিশেষ করে ঢাকাবাসী আজ গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকাসহ দেশের মানুষের এ প্রকট আবাসন সমস্যা ও চাহিদার কথা বিবেচনা করে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার পশ্চিম পাশে এবং উত্তরা তৃতীয় প্রকল্পের সন্নিকটে “এম এইচ গ্রুপ” গড়ে তুলেছে একটি অত্যাধুনিক আবাসিক প্রকল্প। যেখানে আছে প্রাকৃতিক লেক, পরিবেশ বান্ধব খোলামেলা অপরূপ সবুজ সৌন্দর্যে ঘেরা প্রতিবেশ। যেখানে আপনি আরো পাচ্ছেন আপনার সোনালী ভবিষ্যতের স্বপ্নপূরণের এক সুবর্ণ সুযোগ।

শুধু আকাশ ছোঁয়া স্বপ্নই নয় আপনার সাধ ও সাধ্যের কথা বিবেচনা করে প্রবাসীসহ সকল শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তুলনামূলক স্বল্প মূল্যে দীর্ঘ মেয়াদী কিস্তির সুবিধা নিয়ে আপনিও হতে পারেন লেক আইল্যান্ড- ঢাকা এর একটি বিশেষায়িত আকর্ষনীয় প্লটের গর্বিত মালিক।