Chaprashir Hat Ismail Degree College 3.76

4.2 star(s) from 6 votes
Chaprashir Hat,Kabir Hat
Noakhali,
Bangladesh

About Chaprashir Hat Ismail Degree College

Chaprashir Hat Ismail Degree College Chaprashir Hat Ismail Degree College is a well known place listed as College & University in Noakhali ,

Contact Details & Working Hours

Details

“CHAPRASHIR HAT ISMAIL DEGREE COLLEGE”
__Knowledge Is Power__
Established In 1995
KABIRHAT,NOAKHALI


চাপরাশির হাট ইসমাঈল ডিগ্রী কলেজ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পূর্বপ্রান্তে জেলা শহর মাইজদী থেকে ২২ কিঃমিঃ পূর্ব দক্ষিণে ৫নং চাপরাশির হাট ইউনিয়নে চাপরাশির হাট পশ্চিম বাজারের এক মনোরম পরিবেশে অবস্হিত । ১৯৯৫ সালে চাপরাশির হাট ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আবু তাহের চৌধুরী বেদু মিয়ার নেতৃত্বে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় চাপরাশির হাট হাই স্কুলের সাথে একাদশ শ্রেণীতে ভর্তির অনুমতির মধ্য দিয়ে চাপরাশির হাট হাইস্কুল ও কলেজ হিসাবে আত্নপ্রকাশ করে ।

পরবর্তীতে ছাএ-ছাএীদের পড়াশুনার সুবিধার কথা ও কলেজের নিজস্ব মর্যাদার কথা চিন্তা করে ১৯৯৯ সালের শেষের দিকে চাপরাশির হাট হাইস্কুল থেকে পৃথক হয়ে প্রতিষ্ঠানটি চাপরাশির হাট কলেজ রুপে পূর্ণাঙ্গতা লাভ করে ।

নিজস্ব কলেজ হিসাবে আত্নপ্রকাশের সাথে সাথে বিভিন্ন সমস্যা ও আর্থিক দৈন্যতা কলেজটিকে ঘিরে রাখে । সে সকল সমস্যা সমাধান করা তৎকালীন পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর পক্ষে সম্ভব নয় বিধায় কলেজের এই আর্থিক দৈন্যতা নিরসনসহ প্রাতিষ্ঠানিক স্বচ্ছলতা নিশ্চিত করনে এবং যোগ্য অভিভাবকত্বের অপরিহার্য আবশ্যকতা তাই ২০০৪ সালের শেষের দিকে কলেজটি চাপরাশির হাট ইসমাঈল কলেজ নামে আরও একবার নিজস্ব বৈশিষ্টের সমৃদ্ধ হয় । এরপর থেকে কলেজটি নিজস্ব মর্যাদা নিয়ে পড়ালেখার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের মধ্য দিয়ে বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে । কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইসমাঈল সাহেবের সার্বিক তও্বাবধানে কলেজের শিক্ষকরা যত্নসহকারে ছাএ-ছাএীদের পাঠদান করে যাচ্ছে । যা অন্যান্য কলেজ থেকে সম্পূর্ণ আলাদা ।

পরবর্তীতে অএ এলাকার ছাএ-ছাএীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় এবং এলাকাবাসী ডিগ্রী কোর্স প্রবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করার ফলে ২০১২ সালের ২ এপ্রিল কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী কোর্সের অধিভূক্ত লাভ করে । উচ্চ শিক্ষার প্রসারে যা এই অজ-পাড়া গাঁয়ের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ।


Collect By- YEASIN