Barabaria Government Primary School 2.69

5 star(s) from 2 votes
Barabaria
Gafargaon, 2223
Bangladesh

About Barabaria Government Primary School

Barabaria Government Primary School Barabaria Government Primary School is a well known place listed as School in Gafargaon ,

Contact Details & Working Hours

Details

বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত ২ নং বারবাড়ীয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টির স্থাপনকাল ১৯৩৮। এটি প্রথমে মাদ্রাসা ছিল। পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিদ্যালয়টি ০.৫৪ একর জায়গা জুড়ে অবস্থিত যা মোড়ল বাড়ীর দানশীল ব্যক্তিদের দানশীলতার অমর স্বাক্ষর হিসাবে জ্ঞানের আলোকবর্তিকা হয়ে আজও অম্লান হয়ে আছে। বিদ্যালয়টির দূরত্ব উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা ভাল। বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবাড়ীয়া ইউনিয়ন কমপ্লেক্স, বারবাড়ীয়া উচ্চ বিদ্যালয় এবং বারবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স একই ক্যাম্পাসে অবস্থিত। বিদ্যালয়টির দুইটি ভবন আছে। একটি ভবন ১২০ ফুট × ১৯ ফুট এবং অপরটি ৬৫ ফুট × ১৯ ফুট। বিদ্যালয়টিতে ৯ টি কক্ষ রয়েছে। বিদ্যালয়ে ৭ জন উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং ১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত। বিদ্যালয়ের সম্মুখে রয়েছে একটি বড় খেলার মাঠ যেখানে আন্তঃবিদ্যালয়ের খেলা ও অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিদ্যালয়টিকে সমাপনী পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যালয়টিতে বিদ্যুতের সু-ব্যাবস্থা রয়েছে। বিদ্যালয়টিতে রয়েছে তথ্যসমৃদ্ধ দৃষ্টিনন্দন অফিস কক্ষ ও শিক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ শিক্ষাদানের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়টিকে যুক্তরাজ্য সরকারের (UK Government) পরিচালিত ‘English in Action’ কার্যক্রমের জন্য নির্বাচিত করেছে। এই কার্যক্রমের ভিত্তিতে শিক্ষকরা ইংরেজী অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে পাঠদান করে থাকেন। বিদ্যালয়ে খেলাধূলা ও কাব স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য সহপাঠক্রমিক কার্যাবলী যথাযথভাবে পরিচালিত হয়। বিদ্যালয়টিতে একটি গ্রন্থাগার আছে। সম্প্রতি বাংলাদেশ হিউম্যান রাইট্স রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি (BHRRDS) এর সহায়তায় এশিয়া ফাউন্ডেশন অনেক দুর্লভ বই প্রদান করে গ্রন্থাগারটিকে আরও সমৃদ্ধ করেছে। বিদ্যালয়টি প্রতি বছর সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে। সর্বোপরি বিদ্যালয়টি একটি আদর্শ নান্দনিক বিদ্যালয় হিসাবে পরিচিত।