Bagat High School 3.52

4.8 star(s) from 12 votes
Bagat, Madhukhali.
Faridpur, 7850
Bangladesh

About Bagat High School

Bagat High School Bagat High School is a well known place listed as School in Faridpur ,

Contact Details & Working Hours

Details

অনেক বছর আগের কথা। সেই ১৯৬৩ সাল। এলাকার কিছু বহুদশী, চিন্তাশীল, মানব কল্যানে সদা জাগ্রত, নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গ বুঝতে পারলেন, শিক্ষা ছাড়া মানুষত্বের বিকাশ এবং জাতীয় উন্নায়ন সম্ভব নয়। তাই এই দারিদ্র কবলিত অজপাড়া গাঁয়ের সহজ সরল সাধারন মানুষ এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের জ্ঞানের আলোয় আলোকিত, শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার আকাংখায় তাদের অশেষ শ্রম অধ্যবসায় ও ত্যাগের বিনিময়ে ক্ষুদ্র কলেবরে প্রতিষ্ঠা করেন এই বিদ্যাপিঠ। যার নাম “ বাগাট উচ্চ বিদ্যালয়”। ইহা ফরিদপুর জেলার অন্তর্গত মধুখালী উপজেলায় অবস্থিত। প্রতিষ্ঠানটির মোট ভূমির পরিমান ১.৯০ একর। বিদ্যালয়টি আজ ফুলে ফলে সুশোভিত, পূর্ণ যৌবনে পদাপর্ন করেছে।১৯৬৩ সালের ১লা জানুয়ারী জুনিয়র বিদ্যালয়রূপে যাত্রা শুরু করলেও মাত্র অল্প কয়েক বছর পর ১৯৭০ সালেই মাধ্যমিক বিদ্যালয় রূপে স্বীকৃতি লাভ করে এবং শিক্ষার্থীবৃন্দ এস.এস.সি পরীক্ষায় আংশ গ্রহন করে।বিদ্যালয়টির দক্ষিণ পাশে অবস্থান ঢাকা খুলনা মহাসড়ক, উত্তরে প্রবাহমান ছোট নদী “চন্দনা” পশ্চিমে বাজার এবং পূর্বদিকে ঈদগা ময়দান এবং সুবিস্তৃত খেলার মাঠ। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ছায়া সুনিবিড় মনোরম পরিবেশের দারুন প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও সর্বসাধারনের গর্বের ধনে পরিনত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম খান- এম.এ বিদ্যালয়টিকে একটি ভিত্তির উপর দাড় করানোর পর হাল ধরেন আর একজন দয়ালু, জ্ঞান পিপাসু ও মহৎ ব্যক্তি জনাব দেবেন্দ্রনাথ দাস- বি.এ,বি.এড (০১/০৭/১৯৬৪-২৮/০১/২০০০)। এই মহৎ ব্যক্তি প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর তাঁর সুদীর্ঘ কর্মজীবনের দয়া, উদারতা, মহানুভবতা, স্নেহ ও ভালোবাসায় সিক্ত হয়ে শিক্ষার্থীরা পরম আনন্দে শিক্ষালাভ করে বিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে দিয়েছে। মুলতঃ বাবু দেবেন্দ্রনাথ দাস-ই প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাঁর অবসর গ্রহনের পর প্রধান শিক্ষকের দায়িত্ব অলংকৃত করেন অত্রবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব বি.এম.এ খালেক বি.এ.বি.এড (২৯/০১/২০০০-০২/০৯/২০০৮)। তাঁর সাহসী, বলিষ্ঠ দক্ষ ও যোগ্য নেতৃত্বে এবং সহকর্মী শিক্ষকবৃন্দ ও কার্যকরী পরিষদের সমন্বয়ে বিদ্যালয়টি সব দিক দিয়ে আরও সুদৃঢ ভিত্তি পায়।
শিক্ষার মান উন্নয়নে, অবকাঠামো উন্নয়নে এবং সার্বিক পরিবেশ উন্নায়নে স্যারের অবদান সর্বাগ্রে। ০২/০৯/২০০ ইং তারিখে জনাব বি,এম,এ খালেক স্যার অবসর গ্রহন করেন। তাঁর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সিনেয়র শিক্ষক জনাব মুহাঃ রজব আলী মোল্যা- এম.এ.বি.এড । তারুণ্য, উদ্দমী ও সৎ সাহসী দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে এবং কার্যকারী সংসদের আন্তরিক পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন আরও উন্নত হচ্ছে এবং শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে। যা অত্র অঞ্চলের মেহনতি অভিভাবকদের প্রত্যাশা পূরন করছে। ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক প্রতিযোগিতাসহ সর্ব ক্ষেত্রে স্থানীয় এবং জাতীয় পর্যায়েও অংশ গ্রহন ও সফলকাম হয়েছে।বাগাট উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি অগ্রগতি এবং ঐতিহ্যের একমাত্র ধারক ও বাহক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বিদ্যালয়ের I.C.T ও আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুন শিক্ষক বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষত ক্ষুধা ও দারিদ্রমুক্ত, একটি উন্নত ও আদর্শ জাতি গঠনে সদা-নিয়োজিত।

OTHER PLACES NEAR BAGAT HIGH SCHOOL

Show more »