শানিরদিয়াড় 2.74

5 star(s) from 3 votes
শানিরদিয়াড় কৃষ্ণদিয়াড়, হেমায়েতপুর, পাবনা সদর, পাবনা।
Pabna, 6600
Bangladesh

About শানিরদিয়াড়

শানিরদিয়াড় শানিরদিয়াড় is a well known place listed as Just For Fun in Pabna , Landmark & Historical Place in Pabna ,

Contact Details & Working Hours

Details

শানির দিয়াড় কৃষ্ণদিয়াড় পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটি হেমায়েতপুর ইউনিয়নের দক্ষিণ-পুর্ব অঞ্চলে অবস্থিত।

এই অঞ্চলে একটি উচ্চ বিদ্যালয় আছে যেটি "ছেফাত উল্লাহ্ বিশ্বাস উচ্চ বিদ্যালয়" নামে পরিচিত। এই বিদ্যালয় মাঠেই এই অঞ্চলের গ্রাম্য হাট বসে যেটা শানিরদিয়াড় নামে পরিচিত, এই হাটে অনেক দূর-দূরান্ত থেকে লোকজন আসে হাটবাজার করতে।

এই গ্রামের মন্ডলমোড় নামক যায়গা থেকে অটোবাইক, টেম্পু তে করে পাবনাতে যাওয়ার সুযোগ আছে। এছাড়া গ্রামের দক্ষিণ পাশ দিয়ে একটি ছোট্ট খাল আছে, খালে পানি বেশি থাকেনা সবসময়। বর্ষাকালে এর আসল রূপ টের পাওয়া যায়।

এই অঞ্চলের পাশ দিয়েই চলে গেছে অনেক উঁচু একটি রাস্তা, যেটা আশেপাশের অঞ্চলের লোকেদের কাছে "বাঁধ" নামে পরিচিত, বাঁধের উত্তর পাশে লোকজনের বসতি আর দক্ষিণ পাশে বৃস্তত সুবিশাল ফসলের মাঠ। তরকারি জাতীয় ফসল বেগুন, মরিচ, পটল, ঝিঙে, সিম, চিচিঙ্গা ছাড়াও গম, খেসারি, মাসকলই, ধান সহ আরো অনেক অনেক ধরনের ফসল উৎপাদন হয় এই মাঠে।

গ্রামের ভেতর থেকে একটা রাস্তা এসে বাঁধের উপর দিয়ে মাঠের দিকে নেমে গেছে। এর ফলে এখানে চার রাস্তার একটি মোড় তৈরী হয়েছে আর এই চার রাস্তার মিলনস্থলেই একটি পুরনো বট বৃক্ষ আছে, তার তলায় ব্যাপারীরা এই মাঠের কাঁচা তরকারি কৃষকদের থেকে পাইকারি হিসেবে কিনতে একটি মাঝারী ধরনের হাট বসায়। এই হাটের পাশেই বাঁধের নিচে দক্ষিণে আছে একটি নির্মাণাধীন বড় মসজিদ।

এই এলাকায় সবাই মুসলমান, হিন্দু বা অন্য ধর্মের মানুষ নেই।

সব মিলিয়ে আমাদের গ্রামটি অনেক সুন্দর, আপনার সকলেই আমন্ত্রিত আমাদের গ্রামটি ঘুরে দেখার জন্য।

ধন্যবাদান্তে, লিটন ইসলাম নাঈম।