Zinda Park 4.18

4.4 star(s) from 36 votes
Dhaka City Bypass (Rupganj Upazila)
Narajanganj,
Bangladesh

About Zinda Park

Contact Details & Working Hours

Details

ঢাকার খুব কাছে বসুন্ধরা/পূর্বাচল ৩০০ ফিট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে রূপগঞ্জের জিন্দা গ্রামে প্রায় ৫০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বিশাল এই জিন্দা পার্ক । ১৯৮০ সালে যাত্রা শুরু করা "অগ্র পথিক পল্লী সমিতি "-নামে একটি সামাজিক সংগঠনের অর্থায়নে এ পার্কটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে ।
গাছের উপর বানানো ছোট ছোট বাড়ি( ট্রি-হাউস), টিলা আর লেক বেষ্টিত এ পার্কের ভেতরে আছে দ্বি-পুকুর। লেকে নৌকায় চড়ে ভ্রমনের সুযোগ। আছে লাইব্রেরী, ক্যান্টিন ।
পুরো পার্কে পুকুর লেক ছাড়া রয়েছে ঘন সবুজ অরণ্যে ঘেরা ছোট বড় টিলা। পার্কে আছে বাংলো, রেস্টুরেন্ট,স্লিপার,দোলনা। আছে সবুজ ঘাষে ঢাকা শিশুদের খেলার মাঠ। আছে চিকিৎসার জন্য ফ্রি ক্লিনিক, গাড়ি পার্কিং । নিরাপত্তা ও সেবার জন্য রয়েছে একঝাক তরুন তরুনী। যারা সর্বক্ষন দর্শনার্থীদের সেবায় নিয়োজিত। শুটিং ও পিকনিকের এক অনন্য স্থান জিন্দা পার্ক ।
পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘোরার জন্য ঢাকার কাছে অন্যতম শান্ত জায়গা বলা যেতে পারে এই পার্ককে।
সপ্তাহের প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা এ পার্ক । দর্শনার্থী ফি ১০০/-