Shimul Kandi Degree College শিমুলকান্দি ডিগ্রি কলেজ 4.14

3.8 star(s) from 5 votes
Bhairab Bazar, 2350
Bangladesh

About Shimul Kandi Degree College শিমুলকান্দি ডিগ্রি কলেজ

Shimul Kandi Degree College  শিমুলকান্দি ডিগ্রি  কলেজ Shimul Kandi Degree College শিমুলকান্দি ডিগ্রি কলেজ is a well known place listed as Educational Organization in Bhairab Bazar , Education in Bhairab Bazar ,

Contact Details & Working Hours

Details

ইতিহাস:
বাংলাদেশের প্রাচীন একটি জনপদ ভৈরব। যা প্রাচীনকাল থেকে নৌবন্দর ও বাণিজ্য-নগর হিসেবে পরিচিত। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ভৈরবে শিক্ষা বিস্তার ঘটেছে।শিক্ষা বিস্তারকে কেন্দ্র করে গড়ে উঠৈছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ভৈরব এর উত্তর পূর্বদিকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ভৈরব এর ঠিক কেন্দ্র বিন্দুতে অবস্থিত এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতভয় বীর মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের সর্বস্ব ত্যাগী বিপ্লবী কমরেড রেবতী মোহন বর্মনের জন্মস্থান শিমুলকান্দি ইউনিয়ন।যার পাশে রয়েছে পৌরসভাসহ আরও ০৫ টি ইউনিয়ন। এই এলাকাটি ঘন জনবসতি হওয়ায় ১৯৯৭ সালে শিমুলকান্দি ইউনিয়নের বেশ কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিগণের ইচ্ছায় শিমুলকান্দি মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।সে মোতাবেক ১৯৯৭ সালের ডিসেম্বরে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় ১০৩ সদস্য বিশিষ্ট কলেজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।এই কমিটির একাধিক সভা পালাক্রমে অনুষ্ঠিত হয় এবং শিমুলকান্দি মহাবিদ্যালয় নামে একটি কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কলেজ এর স্থান নির্বাচনের জন্য যাচাই বাছাই শেষে মধ্যেরচর গ্রামের কোদালকাটি নদীর তীরে, ভৈরব-শিমুলকান্দি সড়কের পাশে নিরিবিলি পরিবেশে কলেজটি স্থাপন করার সিদ্ধান্ত হয়।পরবর্তীতে ৫৩ সদস্যের একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়।এলাকাবাসীর দানের ১ একর ০৩ শতক জমি, নগদ টাকা ও বিশিষ্ট শিল্পপতি জনাব ইউসুফ বাবুর বিশেষ অনুদানে একটি বড় টিনের কাচা ঘর নির্মাণ করে কলেজের কার্যক্রম শুরু করা হয়। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ১৯৯৯ সালে ২৯ মে অধ্যক্ষ, প্রভাষক ও কর্মচারী নিয়োগ করা হয়।অধ্যক্ষ হাসানুল বারীর নেতৃত্বে ঐ বছরেই ঢাকা বোর্ডের অধীনে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রাথমিক অনুমতি গ্রহণ ও শিক্ষার্থী ভর্তি করা হয়।১৯৯৯ সালের ৫ নভেম্বর তৎকালীন এলজিআরডি ও সমবায় মন্ত্রী, সাবেক মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান অত্র কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।তৎকালীন এলজিআরডি ও সমবায় মন্ত্রীর সহযোগীতায় ০৫ লক্ষ টাকা ব্যয়ে একটি ০১ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়।পরবর্তীতে জনাব আব্দুস সাইয়ীদ সাহেবের প্রত্যক্ষ প্রচেষ্টায় এলজিইডি মন্ত্রণালয় হতে পর্যায়ক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার অনুদান পাওয়া যায়। যা পূর্ববর্তী বিল্ডিংএর সাথে আরও ২টি কক্ষ নির্মাণের কাজে ব্যয় হয়।২০০১-২০০২ অর্থ বছরে মহাবিদ্যালয়টি এম.পি.ও ভূক্ত হয়।



শিক্ষাবৃত্তি তথ্যসমুহ:
সরকারি উপ-বৃত্তির পাশাপাশি হাজী আব্দুর রাজ্জাক বৃত্তি চালু রয়েছে। এছাড়াও এইচ.এস.সি পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের জনাব নিজাম উদ্দিন হায়দার বৃত্তি প্রদান করা হয়।


অর্জন:
শিমুলকান্দি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০০১ খ্রিঃ সর্বপ্রথম এইচ.এস.সি পরীক্ষায়অংশগ্রহণ করে ৭৫% কৃতকার্য হয়। উল্লেখ্য সে বছর ঢাকা বোর্ডের পাশের হার ছিল ২৯%। তৎকালীন প্রভাষক জনাব এ.বি.এম. শামী, জনাব মানিক হোসেন খান, জনাব বীথিকা দাস, জনাব তাজরুন নাহার, জনাব কামাল উদ্দিন, জনাব কাজী আবু জাফর হোসেন, জনাব সিরাজুল ইসলাম। এদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে। পরবর্তী বছর গুলোতেও শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল করে আসছে। প্রায় প্রতি বছর এ+, এ, এ- সহ অগণিত শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে পাশ করে উচ্চ শিক্ষার জন্য বের হচ্ছে। মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে। ২০১১ খ্রিঃ এইচ.এস.সি পরীক্ষার পাশের হার ৮৩.০৫%। ২০০৪ খ্রিঃ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক শিমুলকান্দি মহাবিদ্যালয়টি ভৈরবের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। পরবর্তীতে ২০০৪ সালের ২৪ শে জুন জনাব মোঃ শহিদুজ্জামান অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়ে মহাবিদ্যালয়ের সাফল্যের ধারা ত্বরাণ্বিত করেন এবং ঐ বছরেই বিজ্ঞান শাখা খুলে মহাবিদ্যালয়টিকে পূর্ণাঙ্গরূপ দান করেন। পরবর্তীতে কম্পিউটার শিক্ষা ও ইসলামের ইতিহাস বিষয় দুটো খুলে মহাবিদ্যালয়টির শিক্ষাদানের প্রসারতা বাড়ানো হয়।



বর্তমান পরিচালনা কমিটির তথ্য:
ক্র: নং নাম পদবী ঠিকানা
১ জনাব কৃষিবিদ মোশতাক আহমেদ বুলবুল সভাপতি শ্রীনগর,
২ জনাব এম.এ সাইয়ীদ ,প্রতিষ্ঠাতা সদস্য শিমুলকান্দি,
৩ জনাব মোঃ রফিকুল ইসলাম ,দাতা সদস্য গোছামারা,
৪ জনাব মোঃ দীন ইসলাম ,অভিভাবক সদস্য শিমুলকান্দি,
৫ জনাব মোঃ বাহারুল আলম ,অভিভাবক সদস্য শ্রীনগর,
৬ জনাব আব্দুর রশিদ মিয়াজী ,অভিভাবক সদস্য রসুলপুর,
৭ জনাব মোঃ আমিনুল হক ,অভিভাবক সদস্য মধ্যেরচর,
৮ জনাবা খায়রুন্নেছা ,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য গোছামারা,
৯ জনাব মোঃ সিরাজ মিয়া ,শিক্ষানুরাগী সদস্য মধ্যেরচর,
১০ জনাব মোহাঃমানিক হোসেন খান ,শিক্ষক প্রতিনিধি
১১ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ,শিক্ষক প্রতিনিধি
১২ জনাবা বীথিকা দাস ,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
১৩ মাননীয় অধ্যক্ষ ,সদস্য সচিব (অধ্যক্ষ, শিমুলকান্দি মহাবিদ্যালয়)

যোগাযোগ:
ডাকঘর- শিমুলকান্দি, উপজেলা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।