Ruposhi Polli, Chandpur 2.1

About Ruposhi Polli, Chandpur

Ruposhi Polli, Chandpur Ruposhi Polli, Chandpur is a well known place listed as Company in -NA- ,

Contact Details & Working Hours

Details

২০১০ সালের অক্টোবর মাসের প্রথম দিকে চাঁদপুর সদর উপজেলাধীন দাসদী গ্রামের কিছু উদ্যোগী তরুন নিয়ে “রুপসী পল্লী সমিতি” নামে আমাদের সংগঠনের পথচলা শুরু হয়। শুরুতে সমিতির সদস্য সংখ্যা ছিল মাত্র ২০ জন। মূলধনের পরিমাণ ছিল মাত্র ৩০,০০০/-টাকা। পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি পেলে সংগঠনটি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর থেকে আমাদের সংগঠনটি “রুপসী পল্লী বহুমুখী সমবায় সমিতি লিঃ” নামে নিবন্ধন লাভ করে। যাহার নিবন্ধন নং- ০৯/চাঁদ/১১, তারিখ-১৭/০১/২০১১ খ্রি.। নিবন্ধনের লাভের পরপর সমিতির কার্যক্রম সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৫০০ জন, মূলধনের পরিমান ২৪২৬৩৯৩৫/-টাকা। বর্তমানে সমিতিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ০৭ জন। নিবন্ধনকালীন সময়ে সমিতির কর্মএলাকা শুধুমাত্র দাসদী গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে সমিতির কার্যক্রম চাঁদপুর জেলার সমগ্র চাঁদপুর সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ। সমিতির ব্যবস্থাপনা কমিটি ও কর্মকতা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের সমিতিটি বর্তমানে সদর উপজেলার অন্যতম সফল সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের সমিতিটি সদস্যদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য উৎপাদনমূলক কাজে ক্ষুদ্র ঋণ প্রদানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সিএনজি পরিবহন খাতে ঋণ প্রদান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে সমিতির অনেক সদস্যের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের এই পথ চলায় উপজেলা ও জেলা সমবায় কার্যালয়ের তদারকি ও পরামর্শ এবং সদস্যদের উৎসাহ আমাদেরকে অনুপ্রানিত করিতেছে। বর্তমানে আমাদের সমিতিটির হিসাব অন-লাইনে সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। ফলে সমিতির সদস্যরা যেকোন সময়ে তাহাদের সর্বশেষ হিসাব মুহুর্তে জানতে পারে। এতে সমিতির কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি স্বল্প সময়ে সমিতির হিসাব সংরক্ষণ করা সম্ভব হচ্ছে।