Potatoosh - পটাটুশ 2.88

5 star(s) from 12 votes
Dhaka, 1219
Bangladesh

About Potatoosh - পটাটুশ

Potatoosh - পটাটুশ Potatoosh - পটাটুশ is a well known place listed as Local Business in Dhaka ,

Contact Details & Working Hours

Details

সে বহুকাল আগের কথা,যখন মালিবাগে জ্যাম ছিল না, উত্তরা কচি ছিল না, খিলগাঁওয়ে মুক্তার গরুর চাপ ছিল না...... ইত্যাদি ইত্যাদি ছিল না,
সে সময় কতিপয় কোমলমতি বালকের মনে টিশার্ট কিনিবার ভুত চাপিল। তাহারা আজিজে ঘুরে, নিউ মার্কেটে ঘুরে , ঘুরে বসুন্ধরা সিট্টি মাগার পায়না মন কাড়ানো, প্রাণ (জুশ না) জুড়ান, পুরা পাঁচশ মার্কা ডিজাইনের অভিনব কোন টিশার্ট। যেটার দিকেই চায় সেটাই মনে হয় ধুরো এইডা না। এইভাবে তারা প্রায়ই টিশার্ট শিকারে যায় আর ব্যর্থ মনোরথে ঘরে ফিরে বালিশ জড়িয়ে কাদে।

এই যখন অবস্থা, ঠিক তখনই ঘটিল এক আশ্চর্য ঘটনা, যা হার মানায় ৭.৫% ভ্যাটের কাহিনিকেও। তারা সক্কলেই রাতে দেখে ফেলল এক আশ্চর্য স্বপ্ন। তারা দেখল শ্বেতশুভ্র দাড়িওয়ালা ভ্লাদিমির পুতিন তাদেরকে বলতেসে,” আব্বে, নিজে বানায় পড়, বালিশে শ্যাওলা ফালাইস না।”

যেই দেখা স্বপ্ন সেই শুরু পরিকল্পনার,এভাবে কেটে যায় কিছুদিন।
তারপর সেই কিছুদিনের পরেই আজকে আপনে এই পোস্ট পড়তেসেন তারমানে আপনে অল্রেডি কাহিনি বুইজ্জালাইসেন।
এই হইল কাহিনি, এমনেই (প্রায়) শুরু হয় “পটাটুশ”।

তো আরকি? কিন্না ফেলেন আমাদের গেঞ্জি, পইড়া হইয়া যান পটাটুপিপল।

সাথেই থাকবেন :D