Platinum Science Society 2.28

Bhola, Barisal, Bangladesh
Bhola, 8300
Bangladesh

About Platinum Science Society

Platinum Science Society Platinum Science Society is a well known place listed as Education in Bhola ,

Contact Details & Working Hours

Details

"গণিত অলিম্পিয়াডে কেন অংশ নিবে ???
গণিত ক্যাম্পে জীবন পাল্টানোর গল্প (ওরা ৩১ জন)

২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের ৩১ জন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে ৪টি রৌপ্যপদক ও ১৭টি ব্রোঞ্জপদক পেয়েছেন। এঁদের মধ্যে দশজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা পড়ছেন। চারজন বুয়েটে শিক্ষকতা করছেন। দুজন চাকরি করছেন গুগলে। আমেরিকা ও ব্রিটেনে পিএইচডি করছেন দুজন। একজন তৈরি করেছেন নিজের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। চারজন পড়ছেন এমআইটিতে। একজন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডক্টর অব মেডিসিনে পড়ছেন। অক্সফোর্ড থেকে স্নাতক হয়ে একজন দেশে কিছুদিন শিক্ষকতা করে এখন কানাডায় ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। ক্যালটেক আর হার্ভার্ড থেকে স্নাতক হয়ে যথাক্রমে একজন আমেরিকায় চাকরি এবং আরেকজন সেখানেই একটি স্টার্টআপে যুক্ত হয়েছেন। একজন স্ট্যানফোর্ড থেকে স্নাতক হয়ে এখন সেখানেই মাস্টার্সে পড়ছেন। একজন চুয়েট থেকে পড়ে এখন আমেরিকায় সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত। এইচএসসি শেষ করে বেশ কয়েকজন দেশে ঢাকা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিদেশে সেন্ট জন’স ও চেকোস্লোভাকিয়ার কার্লোভা প্রেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কয়েকজন এখনো উচ্চমাধ্যমিকে পড়ছেন।

গণিত উৎসবে এ পর্যন্ত অংশগ্রহণকারী: প্রায় ২ লাখ ৫০ হাজার আয়োজক: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
পৃষ্ঠপোষক: ডাচ্–বাংলা ব্যাংক
ব্যবস্থাপনা: প্রথম আলো"
আপাতত PSS ভোলা জেলার বিভিন্ন উপজেলায় জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরিতে গণিত উৎসবের আয়োজন করছে। খুব তাড়াতাড়ি প্রাইমারী ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি সহ মোট ৪ টি ক্যাটাগরিতে গণিত উৎসবের আয়োজন করবে। এছাড়া PSS, Physics-Chemistry-Biology-ICT উৎসব ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উৎসবের কর্মপরিকল্পনা করে যাচ্ছে।

OTHER PLACES NEAR PLATINUM SCIENCE SOCIETY

Show more »