Nafakhum - নাফাখুম জলপ্রপাত 5.43

4.8 star(s) from 377 votes
Thanchi Upazila
Bandarban, 4630
Bangladesh

About Nafakhum - নাফাখুম জলপ্রপাত

Nafakhum - নাফাখুম জলপ্রপাত Nafakhum - নাফাখুম জলপ্রপাত is a well known place listed as Landmark in Bandarban , Tourist Attraction in Bandarban ,

Contact Details & Working Hours

Details

নাফাখুম জলপ্রপাত (বাংলাদেশের নায়াগ্রা)

বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতী। মারমা ভাষায় ‘খুম’ মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে, যার নাম ‘নাফাখুম’।

রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাখুমনাফাখুমে এসে বাঁক খেয়ে নেমে গেছে প্রায় ২৫-৩০ ফুট….প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এক জলপ্রপাত! সূর্যের আলোয় যেখানে নিত্য খেলা করে বর্ণিল রংধনু! ভরা বর্ষায় রেমাক্রি খালের জলপ্রবাহ নিতান্ত কম নয়। প্রায় যেন উজানের সাঙ্গু নদীর মতই।

পানি প্রবাহের ভলিউমের দিক থেকে নাফাখুম-ই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত।

যাতায়াতঃ

বান্দরবান শহর থেকে থানচি উপজেলা সদরের দূরত্ব ৮২ কিঃমিঃ। রিজার্ভ চাঁদের গাড়ীতে বান্দরবান থেকে থানচি যেতে সময় লাগবে ৩ ঘন্টা, ভাড়া নেবে ৪ হাজার টাকা। থানচি থেকে রেমাক্রি নৌকায় যাওয়া-আসা, ভাড়া চার হাজার থেকে পাঁচ হাজার টাকা। বর্ষায় ইঞ্জিনবোটে থানচি থেকে তিন্দু যেতে সময় লাগবে আড়াই ঘন্টা। তিন্দু থেকে রেমাক্রি যেতে লাগবে আরও আড়াই ঘন্টা। এই পাঁচ ঘন্টার নৌ-পথে আপনি উজান ঠেলে উপরের দিকে উঠতে থাকবেন। শীতের সময় ইঞ্জিন বোট চলার মত নদীতে যথেষ্ট গভীরতা থাকেনা। তখন ঠ্যালা নৌকাই একমাত্র বাহন। বর্ষা মৌসুমে তিন দিনের জন্য ইঞ্জিনবোটের ভাড়া পড়বে ৪ থেকে ৫ হাজার টাকা। আর শীত মৌসুমে ঠ্যালা-নৌকার ভাড়া পড়বে প্রতি দিনের জন্য ১০০০ টাকা।

থাকাঃ থাকার জন্য যেতে হবে তিন্দু, রেমাক্রি। মারমাদের বাঁশ-কাঠের বাড়ীতে অনায়াসে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনাদের। মারমাদের প্রায় প্রতিটি বাড়ীতেই খুব অল্প টাকায় এমন থাকা-খাওয়ার সুবিধে রয়েছে। তিনবেলা খাওয়ার খরচ পরবে জনপ্রতি ২০০ টাকা, আর থাকা ফ্রি। তবে যে বাড়ীতে ফ্রি থাকবেন। খেতে হবে তাঁর দাওয়ায় বসেই।


Nafa-khum:


Nafa-khum (Bengali: নাফাখুম) is a waterfall in Bangladesh on the Sangu River. It is among the largest waterfalls in the country by volume of water falling. The wild hilly river Sangu suddenly falls down here about 25–30 feet.

The falls are located in a remote area three hours' walking distance from Remakri, Thanchi Upazila, Bandarban District. Remakri is located three hours by boat on the Sangu River from Tindu, which is itself three hours by boat from Thanchi. Nafa-khum is not very popular as a tourist destination.

Travelers should reach to Bandarban first, if they are interested to have a tour to this Nafakhum waterfall. There are many bus services to travel to Bandarban from Dhaka City. It will cost around 450/= Taka for a Non-Ac bus.

The word "Khum" in Marma language means "Waterfall". A special type of flying fish, whose local name is nating, is found at the bottom in a small cave as they swim against the stream but cannot jump over the height of the fall.


References:
All information derived from 'Some where inn blog"
http://www.somewhereinblog.net/blog/neel_vomora/29218577