Moudam SESIP High School 2.57

Mohammod Golam Mostafa, Headmaster: Mohammad Golam Mostafa, P.O: Moudam, P.S: Purbadhala, Dist: Netrakona
Mymensingh, 2410
Bangladesh

About Moudam SESIP High School

Moudam SESIP High School Moudam SESIP High School is a well known place listed as School in Mymensingh , High School in Mymensingh ,

Contact Details & Working Hours

Details

এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় ও তৎকালীন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ডা: মোহাম্মদ আলী মহোদয়ের উদ্যোগে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (সেসিপ) প্রকল্পের আওতায় ২০০৪ সালে জারিয়া ইউনিয়নের মৌদাম গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়ের জন্য জমি দান করেন এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তি জনাব মো: তাহির উদ্দিন তালুকদার, জনাব মো: আবুল কালাম আজাদ ও জনাব মো: আব্দুস সালম তালুকদার। কিন্তু দু:খজনক ভাবে দীর্ঘ দিনেও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় বিদ্যালয়টি তালাবদ্ধ থাকে। ফলে সরকারের প্রায় কোটি টাকা ব্যয় কোনো কাজে আসছিল না। এতে এলাকার অনেক ছেলেমেয়ে মাধ্যমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। অবশেষে প্রকল্পের নির্দেশনা অনুযায়ি ও স্থানীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) মহোদয়ের পরামর্শে ২০১৪ সালে তখনকার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ও জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম নান্টু মহোদয়ের একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু। এতে একদিকে যেমন পুরণ হয়, এলাকার মানুষের বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম শুরুর প্রাণের দাবি, অন্য দিকে তেমনি খুলে যায় এলাকার ছেলেমেয়েদের মাধ্যমিক শিক্ষা গ্রহনের দ্বার। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক/শিক্ষিকাদের আন্তরিক দায়িত্ববোধের মধ্যদিয়ে গত ২বছর ধরে বিদ্যালয়টি এলাকায় মাধ্যমিক শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। ২০১৫ সালে বিদ্যালয়ের ১ম জেএসসি পরীক্ষায় উপজেলায় শতভাগ পাশের গৌরব অর্জন করে।

OTHER PLACES NEAR MOUDAM SESIP HIGH SCHOOL

Show more »