Moshiahati Degree College 3.43

5 star(s) from 3 votes
Moshiahati, Monirampur
Jessore, 7440
Bangladesh

About Moshiahati Degree College

Moshiahati Degree College Moshiahati Degree College is a well known place listed as Education in Jessore ,

Contact Details & Working Hours

Details

যশোর জেলার মনিরামপুর উপজেলার শেষ প্রান্তে ৯৬ গ্রামের প্রাণকেন্দ্রে সংস্কৃতির পীঠস্থান মশিয়াহাটী পল্লীর এক মনোরম পরিবেশে ১৯৭০ সালে মহিয়াহাটী ডিগ্রী মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়। এই এলাকার গরীব ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সঙ্গে বিশেষভাবে সহায়তা করেন তৎকালীন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম। এই সকল ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় মহাবিদ্যালয়টি ১৯৭৩ সালে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান মাখায় যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে। পরবর্তীতে ডিগ্রী পর্যায়ে উন্নতি হয়ে ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন লাভ করে। ৭’৫০ একর জমির উপর অবস্থিত মহাবিদ্যালয়টিতে ১টি গোলপাতার ঘর, ২টি সেমিপাকা ভবন ও ১টি ভবন আছে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান শ্রী পরমানন্দ রায়। অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বে ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং এলাকাবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় মহাবিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যা নিকেতন পরিণত হয়েছে।


তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা