Krishi Store 4.35

227, Outer Circular Road, 320-321, The Grand Plaza Shopping Mall, 3rd Floor, Wireless, Moghbazar
Dhaka, 1217
Bangladesh

About Krishi Store

Krishi Store Krishi Store is a well known place listed as Seasonal Store in Dhaka , Agriculture Company in Dhaka ,

Contact Details & Working Hours

Details

কৃষি ষ্টোর ডটকম সরাসরিভাবে কৃষকের কাছে ব্র্যান্ড কোম্পানির কৃষিজ পণ্য বিক্রির জন্য একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান।

আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য - গ্রামীণ পর্যায়ের প্রান্তিক কৃষকদের ব্র্যান্ড কোম্পানির সঠিক পণ্যাদি সঠিক দামে কৃষকের কাছে পৌঁছে দেয়া। বাংলাদেশের সকল স্থানের কৃষি ষ্টোরের পণ্যাদির খুচরা বিক্রয়মূল্য ঠিক রেখে কিভাবে কৃষকে সহযোগিতাকরা যায় তার একটি সামাজিক প্রয়াস। পণ্য বিক্রি আমাদের শেষ কাজ নয়- কৃষক কিভাবে তার চাষাবাদ সহযোগিতা পাবে তারও তথ্যাদি একটি এপ্স এর মাধ্যমে আমাদের ডিস্ট্রিবিউটরদের কাছে দেয়া থাকবে, যাতে কৃষক তার প্রয়োজনের ভিত্তিতেডিস্ট্রিবিউটরদের কাছে ফসল চাষাবাদ, রোগবালাই এবং পোকামাকড় দমনের সার্বিক সহযোগিতা পাবে পাশাপাশি ডিস্ট্রিবিউটরের কাছে সেই সব পণ্যের মওজুদ থাকবে যার প্রাতিষ্ঠানিক নাম “কৃষি ষ্টোর”। প্রতিটি এলাকায় আমাদের এই কৃষি ষ্টোরের কৃষিউদ্যোক্তাগণ সার্বিকভাবে কৃষকদের সহযোগিতার পাশাপাশি নিজেকে ধীরে ধীরে অর্থ-নৈতিকভাবে স্বচ্ছল করতে পাড়ে তার সার্বিক প্রচেষ্টা করবে কৃষি ষ্টোরের কর্মকর্তাগণ।

আমাদের কর্মসূচীর মূলমন্ত্র - “ভালো কাজ করে ভালো আয় করা”

কৃষি ষ্টোর তার সার্বিক কর্মসূচী স্থানীয় পর্যায়ের চুক্তিবদ্ধ সকল ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সম্পাদন করবে পাশাপাশি ধীরে ধীরে জাতীয় পর্যায়ে কৃষকের উৎপাদিত ফসলের একটি সঠিক মূল্যের কৃষি ষ্টোর বিপণন কেন্দ্র স্থাপন করবে (কৃষি ষ্টোর হাব)।সমস্ত কার্যক্রমের অর্জিত মুনাফার অংশ বিশেষ প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে প্রদান করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পটি পাইলটিং প্রকল্প হিসাবে থাকবে এবং ডিস্ট্রিবিউটরদের কাজের সফলতার ভিত্তিকে কাজকে সামনের দিকে বেগবান করবে।

কৃষি ষ্টোরের সার্বিক কাজ সম্পাদনের জন্য কিছু পর্যায়ক্রমিক নেটওয়ার্ক স্থাপন করা হবে যা সম্পূর্ন অনলাইন ভিত্তিক পাশাপাশি প্রত্যেকটি কৃষি ষ্টোরের উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার ভিত্তিতে ব্যাংক হিসাব পরিচালনা, হিসাব-নিকাশ পরিচালনাকিভাবে হবে কৃষকের সাথে সার্বিক তথ্য আদান-প্রদান সব কিছুর তথ্যাদি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তিসম্পাদনের পড়ে স্ব-স্ব ডিস্ট্রিবিউটরদের স্মার্ট ফোনে ইন্সটল করে দেয়া হবে। পণ্য বিক্রির সহযোগিতা পণ্যের যথপোযুক্ত কাজ সর্বপরি তথ্য সেই এপ্সে দেয়াথাকবে এবং পণ্যের ক্রয়মূল্য-বিক্রয়মূল্য এবং নিট প্রফিট প্রত্যেক উদ্যোক্তা সম্পূর্ন সয়ংক্রিয় পদ্ধতিতে মাস শেষে বের করে ফেলতে পাড়বে। কৃষি ষ্টোর একটি স্থানে ২য় কোন কৃষি ষ্টোর স্থাপন করবে না, যদি কোন ডিস্ট্রিবিউটর তার দায়িত্ব পালনেএবং তার নির্ধারিত কর্মসূচী বাস্তবায়নে ব্যর্থ হয় তবে পূর্বের চুক্তিপত্র বাতিল করে নতুন ডিস্ট্রিবিউটরশিপ প্রদান করবে।



কৃষি ষ্টোর এর বিভিন্ন ধরণ

কৃষি ষ্টোরের ডিস্ট্রিবিউটরশিপ ধরণ ৪ টি ধাপে নির্ধারন করা হয়েছে-

১। ধরণ- -এ (A) - একটি জেলা পর্যায়।

এবং একটি জেলা পর্যায়ের সকল উপজেলাতে পণ্য বিপণনের জন্য পণ্য মওজুদ রাখতে হবে নূন্যতম ৩- ৫ লক্ষ টাকা।

২। ধরণ -বি (B) - একটি জেলার ৩ টি উপজেলার দায়িত্ব পালন করবে এবং নির্ধারিত ৩ উপজেলার পণ্য বিপণনের জন্য নূন্যতম ১-৩ লক্ষ টাকা পণ্য মওজুদ রাখতে হবে।

৩। ধরণ -সি- (C) - একটি উপজেলা পর্যায়ের জন্য দায়িত্ব থাকবে এবং একটি উপজেলার চাহিদা মোতাবেক ১-২ লক্ষ টাকার পণ্য মওজুদ রাখতে হবে।

৪। ধরণ -ডি- (D) - শুধু মাত্র একটি ইউনিয়ন পর্যায়ে কৃষি ষ্টোরের পণ্য বিপণন করতে পাড়বে এবং একটি ইউনিয়নের চাহিদা মোতাবেক পণ্য মওজুদ রাখতে হবে-নূন্যতম- ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার পণ্য স্থানভেদে এবং ইউনিয়নেরচাহিদার ভিত্তিতে কম/বেশী পণ্য মওজুদ রাখতে পাড়বে।

বি: দ্র: কৃষি ষ্টোর ডিস্ট্রিবিউটরশিপ একটি স্থানে একের অধিক প্রদান করা হবে না যদি কেউ তার কর্মসূচী পালনে ব্যর্থ হয় তবে চুক্তিপত্র বাতিল করে নতুন ডিস্ট্রিবিউটর প্রদান করা হবে।


কৃষি ষ্টোর সংক্রান্ত বিশেষ ক্যাটাগরি- এ (A) এর ক্ষেত্রে কিছু বিশেষ বিবেচনা রয়েছে যা নিচে প্রদান করা হলোঃ

এরিয়া: সম্পূর্ণ একটি জেলা

যোগ্যতা:

১. ফিজিক্যাল দোকানঘর থাকতে হবে : কারন পণ্যাদি মজুদ রাখতে হবে থানা পর্যায়ে বিতরণ এর জন্য।

২. একটি জেলার সকল থানা এবং ইউনিয়ন পর্যায় পণ্যাদি বিতরণ এর জন্য প্রাথমিকভাবে নূন্যতম ৩ থেকে ৫ লক্ষ টাকার পণ্যাদি মজুদ রাখতে হবে।

৩. জেলাশহর থেকে থানা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্যবসা পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

৪. কৃষি ষ্টোর গোল্ড প্যাকেজ সকল থানা এবং ইউনিয়ন পর্যায়ের এজেন্টদের জন্য পণ্যাদি বিতরণ এর সক্ষমতা থাকতে হবে।

৫. জেলা পর্যায়ের ডিস্ট্রিবিউটার হিসাবে নিজ জেলার সকল এজেন্ট এর দায়িত্ব পালন করার জন্য নিজের সক্ষমতা তৈরিকরণ পাশাপাশি আমাদের নিজস্ব সফটওয়্যার এর মাধ্যমে সার্বিক পরিস্থিতির মাসিক প্রতিবেদন পেশ করার সক্ষমতা থাকতে হবে।

৬. প্রতিষ্ঠানের কৃষি ষ্টোর গোল্ড সাইনবোর্ড ব্যবহার করতে হবে এবং মার্কেটিং অফিসার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ (এস আর) পরিচালনা করতে হবে।

৭. কৃষি ষ্টোর গোল্ড এক জেলায় একটি মাত্র ডিস্ট্রিবিউটার্স রাখবে, যদি জেলার ডিস্ট্রিবিউটার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা প্রকাশ পায় তবে নতুনভাবে চুক্তিনামা স্বাক্ষরিত হবে এবং নতুন ডিস্ট্রিবিউটার চুক্তিবদ্ধ করা হবে।

বি:দ্র:সকল সক্ষমতা অর্জনের জন্য কৃষি ষ্টোর এর প্রকল্প কর্মকর্তা সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবে। সকল প্রকার ডিস্ট্রিবিউটর এবং এজেন্ট এর এম আর পি একই দাম নির্ধারিত থাকবে।



কৃষি ষ্টোরের ক্রেডিট ফেসিলিটিজ সংক্রান্ত তথ্য

১. জেলা পর্যায় - ৫ লক্ষ টাকা সিকিউরিটিজ ৭ লক্ষ টাকা ক্রেডিট লিমিট। (৩ মাস ক্রেডিট)

২. ৩ থানা পর্যায়- ২ লক্ষ টাকা সিকিউরিটিজ ৩ লক্ষ টাকা ক্রেডিট লিমিট। (৩ মাস ক্রেডিট)

৩. ১ টি থানা পর্যায় ১ লক্ষ টাকা সিকিউরিটিজ ১.৫ লক্ষ টাকা ক্রেডিট লিমিট। (৩ মাস ক্রেডিট)

বি:দ্র: সকল প্রকার সিকিউরিটিজ এবং ক্রেডিট লিমিট এর জন্য উভয় পক্ষের আলাদা চুক্তিনামা স্বাক্ষরিত হবে।



কৃষি ষ্টোরের পণ্য সংক্রান্ত তথ্য এবং নিয়মাবলী

কৃষি ষ্টোর বাংলাদেশের ব্র্যান্ড কোম্পানির পণ্য ছাড়া পণ্য বিক্রি করবে না এবং মানসম্মত পণ্য বিক্রির সার্বিক চেষ্টা করবে। চাইলেই কেউ কৃষি ষ্টোরে পণ্য তালিকাভুক্তির জন্য মেইন অফিসে যোগাযোগ করে পণ্য তালিকাভুক্তি করতে পাড়বে, সেইক্ষেত্রে সকল পণ্যের মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

কৃষি ষ্টোর প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ প্রচলিত ব্র্যান্ড কোম্পানির - বীজ, সার, জৈবসার, বালাইনাশক, কীটনাশক,মাছের খাদ্য, পশুপাখির খাদ্য সহ বিভিন্ন প্রকার কৃষি উপকরণ বিক্রি করবে। পর্যায়ক্রমে - পণ্য মান নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন সময়েনিয়মিত পণ্য তালিকাভুক্ত হতে থাকবে।

কৃষি ষ্টোরের সকল উদ্যোক্তাকে কৃষি ষ্টোরের সকল পণ্য তাদের ষ্টোরে থাকতে হবে তা বাধ্যতামূলক নয়। স্থানীয় কৃষি পণ্যের বাজার চাহিদা মোতাবেক উদ্যোক্তারা তাদের পণ্য পছন্দ করে তাদের ষ্টোরে রাখতে পাড়বেন। কোন কোন ক্ষেত্রে স্থানীয় বাজারচাহিদার আলোকে নতুন কোন কোম্পানির পণ্য চাহিদা প্রয়োজন পড়লে তা উদ্যোক্তারা কর্তৃপক্ষকে অবহিত করে পণ্য তালিকা বৃদ্ধির সুপারিশ এবং পরামর্শ প্রদান করতে পাড়বে।