Haridhali Union High School 3.15

4.9 star(s) from 7 votes
Khulna, 9280
Bangladesh

About Haridhali Union High School

Haridhali Union High School Haridhali Union High School is a well known place listed as School in Khulna , High School in Khulna ,

Contact Details & Working Hours

Details

*বিদ্যালয়ের ইতিহাস *

হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি দক্ষিণ খুলনার একটি সুপ্রাচীন ঐতিয্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান । ১৯২৭ সালে স্থানীয় শিক্ষানুরাগী স্বর্গীয় বিনোদ বিহারী মজুমদার তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষাবিভাগীয় উর্দ্ধতম কর্মকর্তা মরহুম আহসান উল্লাহ খান বাহাদুর এর পৃষ্টপোষকতায় এ বিদ্যালয়টি স্থাপন করেন । গত ইং ১৯৫৪ সালে দেশ বিভাগের পর উচ্চ বর্ণের হিন্দু শিক্ষক শিক্ষার্থী দেশ ত্যাগ করায় বিদ্যালয়টি সাময়িক বন্ধ হয়েছিল । পরবর্তী কালে দানবীর মরহুম ছেপের উদ্দীন এর নেতৃত্বে এলাকা বাসী ১৯৫৮ সালে বিদ্যালয়টি পূনঃ স্থাপিত করেন । ১৯৫৮ সাল থেকে অধ্যাবধি অত্যন্ত সুনামের সহিত এলাকার তথা দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে চলেছে । সকল পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই ভাল । এ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বর্তমানে দেশে বিদেশে জাতি গঠনে ভূমিকা রেখে চলেছে ।