Divisional Commissioner's Office, Barisal 4.2

4 star(s) from 13 votes
Divisional Commissioner Office, Kashipur, Barisal
Barisal, 8700
Bangladesh

About Divisional Commissioner's Office, Barisal

Divisional Commissioner's Office, Barisal Divisional Commissioner's Office, Barisal is a well known place listed as Government Organization in Barisal , Workplace & Office in Barisal ,

Contact Details & Working Hours

Details

নদী-নালা-খাল-সমতল পরিবেষ্টিত বৈচিত্র্যময় বরিশাল বিভাগের ফেসবুক পেজে বরিশাল বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। একবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে সামাজিক মিডিয়া মিথস্ক্রিয়ার প্লাটফর্ম হিসেবে কাজ করছে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে রূপান্তরের প্রথম পদক্ষেপ হলো ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়া। আর জনগণকে তার প্রাপ্য সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে বর্তমান সময়ে সামজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের কোন বিকল্প নেই। এটি শুধু সেবা সম্পর্কেই ধারণা দেয়না উপরন্তু এখানে জনগণের সরাসরি অংশগ্রহণেরও সুযোগ থাকে। এরই ধারাবাহিকতায় একটি ছোট প্রচেষ্টা হিসেবে বিভাগীয় কমিশনার, বরিশাল এর অফিসিয়াল ফেসবুক পেজ এর পথচলা শুরু।
জনবান্ধব প্রশাসনের পদক্ষেপ হিসেবে জনসেবা নিশ্চিতে বরিশাল বিভাগীয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো কার্যকর করার লক্ষ্যে এই ফেসবুক পেজটির যাত্রা শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় প্রশাসনের অধীনস্ত ৬টি জেলার ও ৪২ টি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও প্রদেয় বিভিন্ন সেবার সামগ্রিক চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। এই বিভাগে বসবাসকারী নাগরিকগণ খুব সহজে এই পেজ ব্যবহারের মাধ্যমে ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের মূল্যবান মতামত দিতে পারবেন। সময়ের সাথে সাথে এই পেজে বিভাগীয় প্রশাসনের বিভিন্ন কমকান্ড, সময়োচিত ও অর্থবহ তথ্যসমূহ আপডেট করা হবে। ফলে সেবা প্রদানের ক্ষেত্রে এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সেবার একটি কার্যকর হাতিয়ার হিসেব এটি নাগরিক ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসেবাকে সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ কার্যকর হবে বলে বিশ্বাস করি। এ পেজটি দ্রুত জনপ্রিয় করার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে যে কোন ধরনের পরামর্শ, মন্তব্য সাদরে গ্রহণযোগ্য হবে।