DBNFE Satkhira 1.64

Satkhira,
Bangladesh

About DBNFE Satkhira

DBNFE Satkhira DBNFE Satkhira is a well known place listed as Government Organization in Satkhira ,

Contact Details & Working Hours

Details

গত ১০/০৫/১৯৯৩ ইং তারিখ হতে সাতক্ষীরা জেলায় এ অফিসটির কার্যক্রম শুরু হয় । কালেক্টরেট ভবনের ২২৬নং রুমে এ অফিসটি অবস্থিত। সাতক্ষীরা জেলার ০৭ টি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পিএলসিইএইচডি প্রকল্প-২ কর্মসূচির ০৪ টি সাইকেল সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর মাধ্যমে ০১/১০/০৯ হতে ৩০/০৯/১০, ০২/১০/১০ হতে ০১/০৭/১১, ১৬/০৭/১১ হতে ১৫/০৪/১২ এবং ১৯/০৬/১২ হতে ১৯/০৩/১৩ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে।প্রতিটি কেন্দ্রে তালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষরতা চর্চা অব্যাহত রাখার জন্য দুটি করে জাতীয় দেনিক পত্রিকা, খেলাধুলাওবিনোদনের জন্য লুডু, দাবা, বাগাডুলি, সরকারী গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এবং প্রয়োজনীয় বাস্তবভিত্তিক শিখনের জন্য রেডিত্ত, টেলিভিশন সরবরাহ করা হয়েছে।

সিটিজেন চার্টার
• নিরক্ষরদের সাক্ষর হিসাবে গড়ে তোলা ।
• নব্য সাক্ষরদের জীবন ভিত্তিক শিক্ষা বা অব্যাহত শিক্ষা প্রদান করা ।
• আয়-বর্ধক মূলক প্রশিক্ষণ যেমন- দর্জি, টাই-ডাই ব্লক-বাটিক, মৎস্য চাষ, গবাদিপশু, হাউজ ওয়ারিং, শ্যলোমেশিন
মেরামত, মোবাইল সার্ভিসিং, মোটর সাইকেল মেরামত ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা করা ।
• শ্রমজীবি শিশুদের সাক্ষর জ্ঞান প্রদান ও আয়-বর্ধক মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা ।
• কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যুক্ত করা ।
• ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা ।
• সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের ২য় শিক্ষার সুযোগ সৃষ্টি করা ।
• দক্ষ মানব সম্পদ উন্নয়ন করা ।
• এনজিও কর্তৃক বাস্তবায়িত উপানুষ্ঠানিক শিক্ষা মনিটরিং করা ।
পথকলি শিশুদের সাক্ষরজ্ঞান প্রদান পূর্বক জীবন ব্যাপী শিক্ষার ব্যবস্থা করা ।

OTHER PLACES NEAR DBNFE SATKHIRA

Show more »