Boi Mela বইমেলা 3.66

3 star(s) from 2 votes
Bangla Academy
Dhaka,
Bangladesh

About Boi Mela বইমেলা

Boi Mela বইমেলা Boi Mela বইমেলা is a well known place listed as Book Store in Dhaka ,

Contact Details & Working Hours

Details

বইপোকাদের আগ্রহ ও চাহিদা মেটাতে সোস্যাল মিডিয়া বিডি ডট কম এ পেইজ নিয়মিত আপডেট করে।
অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমীর বর্ধমান হাউজ প্রাঙ্গনে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়।
সারা বিশ্বেই বাংলা একাডেমির এই একুশে গ্রন্থমেলা এক নজিরবিহীন জ্ঞানোৎসব হিসেবে পরিণত হবে এবং বাংলাকে ভিত্তি করে বিশ্ববোধের জাগরণই হবে আজকের বাঙালির শ্রেষ্ঠ সাধনা এমন ধারনাকে মাথায় রেখে যুগের সাথে বইকেও ডিজিটাল মিডিয়ায় তুলে ধরা এবং জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বইমেলাকে একটি শক্ত অবস্থান দেয়ার লক্ষ্যে সব ধরনের বইয়ের পাঠকদের আগ্রহ মেটানোর উদ্দেশ্যে এসএমপি'র এই উদ্যেগ। উল্লেখ্য, ডিজিটাল অ্যাডর্ভার্টাইজিং জগতে সোস্যাল মিডিয়া পার্লার দীর্ঘদিন ধরে দেশী এবং বিদেশী স্বনামধন্য কোম্পানীর সাথে কাজ করে যাচ্ছে।

বাংলা একাডেমি বইমেলার খানিক ইতিহাস -
আমাদের দেশে বইমেলার উদ্ভবের ইতিহাস খুবই কৌতূহলোদ্দীপক। বইমেলার চিন্তাটি এ দেশে প্রথমে মাথায় আসে প্রয়াত কথাসাহিত্যিক জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক সরদার জয়েনউদদীনের। তিনি বাংলা একাডেমিতেও একসময় চাকরি করেছেন। বাংলা একাডেমি থেকে ষাটের দশকের প্রথম দিকে তিনি গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পান। তিনি যখন বাংলা একাডেমিতে ছিলেন, তখন বাংলা একাডেমি প্রচুর বিদেশি বই সংগ্রহ করত। এর মধ্যে একটি বই ছিল Wonderful World of Books. এই বইটি পড়তে গিয়ে তিনি হঠাৎ দুটি শব্দ দেখে পুলকিত বোধ করেন। শব্দ দুটি হলো: ‘Book’ এবং ‘Fair’. কত কিছুর মেলা হয়। কিন্তু বইয়েরও যে মেলা হতে পারে এবং বইয়ের প্রচার-প্রসারের কাজে এই বইমেলা কতটা প্রয়োজনীয়, সেটি তিনি এই বই পড়েই বুঝতে পারেন। ওই বইটি পড়ার কিছু পরেই তিনি ইউনেসকোর শিশু-কিশোর গ্রন্থমালা উন্নয়নের একটি প্রকল্পে কাজ করছিলেন। কাজটি শেষ হওয়ার পর তিনি ভাবছিলেন বিষয়গুলো নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করবেন। তখন তাঁর মাথায় আসে, আরে প্রদর্শনী কেন? এগুলো নিয়ে তো একটি শিশু গ্রন্থমেলাই করা যায়। যেমন ভাবা তেমনি কাজ। তিনি একটি শিশু গ্রন্থমেলার ব্যবস্থাই করে ফেললেন তৎকালীন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি) নিচতলায়। যত দূর জানা যায়, এটাই ছিল বাংলাদেশের প্রথম বইমেলা। এটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৫ সালে।
আর ঢাকা বইমেলা মূলত আয়োজন করা হয় শাহবাগের গণগ্রন্থাগারে। এটি প্রতিবছরের ডিসেম্বর মাসে আয়োজন করে বাংলা একাডেমির তত্বাবধানে।

বই পড়ুন, জ্ঞান আহরণ করুন। বই পড়ার অভ্যাস সব বয়সের মানুষের মাঝেই ছড়িয়ে পড়ুক, ডিজিটাল বই বা ই-বুকের পাশাপাশি ঐতিহ্যবাহী এ বই উৎসব আজীবন টিকে থাকুক এই প্রত্যাশায় -

মারুফ রহমান
হামিদুর রহমান খান
ইন্টারনেট উদ্যোক্তা এবং সহ-প্রতিষ্ঠাতা socialmediabd dot com