Bishnupur-বিষ্ণুপুর 5.44

4.5 star(s) from 201 votes
bishnupur
Brahmanbaria, 3450
Bangladesh

About Bishnupur-বিষ্ণুপুর

Contact Details & Working Hours

Details

এক নজরে বিষ্ণুপুর :
-----------------------
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ৯টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ৮নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

ক)নাম-৮ নংবষ্ণুপুর ইউনিয়ন পরিষদ।

খ)আয়তন-২২.৮২বর্গ কি:মি:

গ)লোকসংখ্যা:১৫,৮২৯জন

ঘ)গ্রামের সংখ্যা: ৯টি

ঙ)মৌজার সংখ্যা: ১১টি

চ)হাট/বাজারের সংখ্যা-৪টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, মাধ্যমে

জ)শিক্ষার হার: ৮২%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৫টি

ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১টি

ট)উচ্চ বিদ্যালয়- ৪টি

ড)মাদ্রাসা-৫টি

ঢ)দায়িত্বরত চেয়ারম্যান-আল মামুন

ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-১টি

ত)ঐতিহাসিক পর্যটন স্থান-১টি

থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৯ইং

দ)নবগঠিত পরিষদের বিবরণ:

শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১

প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১

মেয়াদ উত্তীর্নের তারিখ:



ধ)গ্রাম সমূহের নাম

বিষ্ণুপুর, দুলালপুর, বক্তারমুড়া, ছতরপুর, ঘনশ্যামপুর, মহেষপুর, রুপা, কালাছড়া,ইকরতলী

ন)ইউনিয়ন পরিষদের জনবল

নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

ইউনিয় গ্রাম পুলিশ : ৯

গ্রামভিত্তিক লোকসংখ্যা
----------------------------
বিষ্ণুপুর- 4420 জন

দুলালপুর-1235 জন

বক্তারমুড়া-1126 জন

ছতরপুর-2819 জন

ঘনশ্যামপুর-782 জন

মহেষপুর-1328 জন

রুপা -704 জন

কালাছড়া-2809 জন

ইকরতলীn-606 জন



তথ্য সূত্র- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।

যোগাযোগ ব্যবস্থা
----------------------
বিজয়নগর উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ৭.১৫কি:মি:



বিজয়নগর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স থেকে সিএনজি যোগে রানওয়ে বাজার আসা যায়।



উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা:

সি অ্যান জি ভাড়া 40টাকা(জন প্রতি)





সিঙ্গারবিল ইউনিয়ন থেকে বিষ্ণুপুর গ্রামে যাতায়াতের তথ্য:



সিঙ্গারবিল বাজার থেকে বিষ্ণুপুর

সিএন জি ভাড়া 10টকা(জনপ্রতি)



চম্পকনগর বাজার থেকে বিষ্ণুপুর

সি এন জি ভাড়া15 টাকা(জনপ্রতি)

বিষ্ণুপুর ইউনিয়নের ইতিহাস
----------------------------------
নানা সংকৃতি আর ইতিহাসের অন্তরালে এই বিষ্ণুপুর ইউনিয়নটি। বৃহত্তর সিঙ্গারবিল ইউনিয়নের অন্তরগত ছিল বিষ্ণুপুর ইউনিয়নটি, নানা সমস্যার সমুহি হয়ে বৃহত্তর সিঙ্গারবিল ইউনিয়টির থেকে পৃথক করা পর নামকরন করা হয় ১৯ নং বিষ্ণুপুর ইউনিয়ন।

OTHER PLACES NEAR BISHNUPUR-বিষ্ণুপুর

Show more »