Alhaj Jafar Bepari High School 4.06

4.6 star(s) from 9 votes
Savar, Bangladesh
Savar, +1344
Bangladesh

About Alhaj Jafar Bepari High School

Alhaj Jafar Bepari High School Alhaj Jafar Bepari High School is a well known place listed as School in Savar ,

Contact Details & Working Hours

Details

বিদ্যালয়ের ইতিহাস

জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পার্শ্বে ঢাকা জেলার সাভার উপজেলার ঘোড়াপীর মাজার সংলগ্ন পূণ্যভূমিতে আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুলটি অবস্থিত। আলহাজ্ব জাফর বেপারীর সুযোগ্য ও দানবীর পুত্রদ্বয় জনাব হাজী মোঃ মরতুজ আলী বেপারী ও জনাব ইদ্রিস আলী বেপারী বিদ্যালয়ের জন্য ১.৫০(দেড়) একর জমি দান করলে, তাদের পিতার নামানুসারে ১৯৮৫ সালের ১৫ আগষ্ট তারিখে “আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুলটি” স্থাপিত হয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্নে তৎকালীন ঢাকা জেলার প্রশাসক জনাব বদিউর রহমান,সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াজি উল¬াহ এবং ঢাকা জেলা পরিষদের সচিব জনাব শফিকুল ইসলামের অবদান স্মরণীয়। ১৯৮৩ সনে ঢাকা জেলা প্রশাসক সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের গোড়াপীর মাজারে একটি তথ্য কেন্দ্র স্থাপন করে, “ধামসোনা সার্বিক গ্রামোন্নয়ন প্রকল্পে স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে কাজ করার সময় উপলব্ধি করেন যে অত্র এলাকায় সার্বিক গ্রামোন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে হলে এ এলাকার প্রজন্মকে আদর্শ মানুষ ও সুনাগরিক হিসাবে দায়িত্ব পালনে উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে এলাকাবাসী, সমাজের স্থানীয় নেতৃবৃন্দ ,শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ সহ আপামর জনসাধারণ একাত্মতা প্রকাশ করেন এবং সকলে সম্মিলিত ভাবে ঢাকা জেলা প্রশাসক জনাব বদিউর রহমান সাহেবের নিকট একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সরকারী আনুক’ল্য ও অনুদানের জোর দাবি জানান।

শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গসহ সকলে আলহাজ্ব জাফর বেপারীরপ্র“ত্রদ্বয়কে জমির জন্য অনুরোধ জানালে তাঁরা বর্ণিত জমি দান করেন। ঢাকা জেলা পরিষদ হতে ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা অনুদানের মাধ্যমে আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুলটির শুভযাত্রা শুরু হয়।