বাউনবাইরার কতা-Brahmanbaria Native language 4.24

5 star(s) from 1 votes
Brahmanbaria Shadar
Brahmanbaria, 3400
Bangladesh

About বাউনবাইরার কতা-Brahmanbaria Native language

বাউনবাইরার কতা-Brahmanbaria Native language বাউনবাইরার কতা-Brahmanbaria Native language is a well known place listed as Community Organization in Brahmanbaria ,

Contact Details & Working Hours

Details

"টিকিট আছে ভাই আর?"
"আছে বোধ হয়!"
"ভাই আপনি কোথায় যাবেন?"
"ব্রাহ্মণবাড়িয়া"
"অ্যাঁ, বাউনবাইরা যাইবেন আফনেও! আফনের বাড়িও বাউনবাইরা নি? কুন থানা?"

এমন কথাবার্তা কখনো বা কখনো হয়েই যায়। একদম অচেনা একজনকেও কেমন চট করে চেনা মনে হতে থাকে, আপন মনে হতে থাকে। পোষাকি ভাষার আবরণটা ছাড়িয়ে নিতেই অস্বস্তি উপে যায়, মনে হয় এই পাশের বাড়ির মানুষটা!

সময়, স্থান, কাল, পাত্র- সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেয়া ভাষাটাকে আবার একটু নতুন করে দেখব বলে, চিনব বলে, ভাবব বলে- আমরা এখনে এসেছি। আমরা কারা? আমরা- আমাদের কারো জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, কারো বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়, কারো কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায়- আর কারো কারো জীবনটাই ব্রাহ্মণবাড়িয়ায়। কেউ এখনো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি, কেউ একটুখানি দূরে, কেউ অনেক অনেক দূরে। একটা জায়গায় অদ্ভূত মিল- 'ব্রাহ্মণবাড়িয়া'- মনের অংশ হয়ে একেবারে কাছটিতে বসে আছে!

এখন তিতাস গ্যাসের সুবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাম জানে বাংলাদেশের সবাই, একটা সময় ছিল যখন ব্রাহ্মণবাড়িয়া পরিচিত ছিল এর সমৃদ্ধ সংস্কৃতির জন্য- ভাষা, সাহিত্য, সংগীত, সবই।

ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ- আমরাই কেবল জানি না। সেজন্যই 'ব্রাহ্মণবাড়িয়ায় কী আছে?'র উত্তরে "পুতুল নাচ, রসমালাই, ছানামুখী..." বলে আমতা আমতা করতে হয়। আসলেই কী তাই? আর কিছু নাই আমাদের, যা নিয়ে পাতার পর পাতা লিখে ফেলা যায়, ঘন্টার পর ঘন্টা বলে মানুষের কানের পোকা নাড়িয়ে দেয়া যায়?

আছে? নিত্যদিনে আমাদের ঘরোয়া কথাতেই ছড়িয়ে আছে অগণন সম্পদ!

আমরা তার সংরক্ষণ চাই।

এখানে 'বাউনবাইরার কতা' হবে- বলবে 'বাউনবাইরার মানু'। এখান থেকে আমরা ধীরে ধীরে গুছিয়ে নেব আমাদের সম্পদটুকু, ডকুমেন্ট থাকবে, এডিট হবে নিয়মিত- এত মানুষ আমরা, অল্প কদিন না যেতেই দেখা যাবে আমাদের 'ডিকশনারি' হয়ে যাচ্ছে, ধাঁধার লিস্টি হয়ে যাচ্ছে, বাগধারাগুলো বেড়িয়ে আসছে, ঐতিহাসিক জায়গা নিয়ে না জানা কথা ঊঠে আসছে, জানা হয়ে যাচ্ছে না জানা ইতিহাস।

এ তো মাত্র শুরু, 'বাউনবাইরার কতা'ই আমাদের পরের পথ দেখিয়ে দেবে।


আপাততঃ, 'বাউনবাইরা'র কতা'র সদস্যদের এই 'কতা'গুলা মনে রাখার অনুরোধ রইলঃ

১। এ গ্রুপে যা কথাবার্তা হবে সেগুলো 'বাউনবাইরা'র ভাষায় হবে

২। কথাবার্তা যা হবে তা 'বাংলা' হরফে লিখলেই ভাল, কেমন করে বাংলা হরফে লেখা যায় সেটা "আমি বাংলায় কথা কই" ডকুমেন্টে পাবেন

৩। ডকুমেন্টগুলোর দিকে নজর রাখুন, এগুলো সাজানোই আমাদের মূল কাজ

৪। অহেতুক ঝগড়া-বিতর্ক না টানার অনুরোধ রইল, একজন ঝামেলা করলে তাতে যোগ না দিয়ে চুপ থাকলেই কিন্তু হয়ে যায়, তাতেও না হলে সংস্লিষ্ট পোস্টে মন্তব্য করুন- বাকিটা 'এডমিন' বা 'এডমিনবৃন্দ' বুঝে নেবেন

৫। সদস্য যেমন আছেন, সদস্যাও আছেন অনেক। অন্যান্য অসংখ্য গ্রুপে যেমন তাঁদের অসম্মান বা অবমাননা করা হয়ে যায়, এখানে তেমন হবে না এই আশা করা হচ্ছে। কেউ যদি করে ফেলেন, 'বাউনবাইরার কতা'য় তাঁর সদস্যপদ থাকবে না

৬। কী কথা বলা যাবে আর কী বলা যাবে না এ নিয়ে অনেকের অস্বস্তি থাকে। ব্যাপারটা বেশ সহজ।

বাড়িতে আপনার বাবা-মা-ভাই-বোন যখন একসাথে কথা বলেন তখন যেমন গুরু-লঘু বিবেচনাবোধটুকু রাখেন সেটুকু রাখাটা জরুরী। হাসি ঠাটা বাড়িতে হয়, একটু রাশ টানা থাকে- সেটুকু এখানেও থাকুক।

৭। অশান্তির তো আমাদের শেষ নাই, আমাদের সবার আন্তরিক চেষ্টা থাকুক তার স্পর্শ যেন 'বাউনবাইরার কতা'য় না পরে।
৮। কোন রকম রাজনৈতিক পোস্ট দেওয়া অথবা বিজ্ঞাপনী পোস্ট দেওয়া একদম নিষিদ্ধ, যেহেতু এটা একটি অরাজনৈতিক গ্রুপ।

বাউনবাইরা'র সবাইকে পাশে নিয়ে বেঁচে থাকুক 'বাউনবাইরার কতা'।