চিলেকোঠার বারান্দায় 4.86

4.5 star(s) from 23 votes
আমার বাসার চিলেকোঠার বারান্দা
Dhaka, 1205
Bangladesh

About চিলেকোঠার বারান্দায়

চিলেকোঠার বারান্দায় চিলেকোঠার বারান্দায় is a well known place listed as Public Places in Dhaka , Home in Dhaka ,

Contact Details & Working Hours

Details

খুব যতনে তোমার জন্যে,
ইচ্ছের চিলেকোঠা তৈরি করেছি মনে।
ঝুল বারান্দায় দাঁড়িয়ে,
বৃষ্টি ছোঁবে আর মনে মনে গুনগুন করবে,
যেমনটি করে ভ্রমর ঝিঙে ফুলের কানে কানে।
শীতের সকালে কিংবা আনমনা কোন বিকেলে,
রোদ্র করবে লুকোচুরি দখিনা জানালাতে।
গোধূলির সোনালি রোদ্দুর চিলেকোঠায় খেলা করে,
অপূর্ব আলোক দ্যুতি ছড়িয়ে থাকে পুরো ঘর জুড়ে।
তুমি নেই তাই চিলেকোঠায় রোদ আসে না,
বাতাস খেলা করে না জানালার পর্দাটায়।
ঝুল বারান্দায় আর কেউ খোলা কেশে দাঁড়ায় না,
ভ্রমর আসে ঠিকই কিন্তু গুনগুন করে না।
তুমি নেই তাই চিলেকোঠা অন্ধকারে লুকিয়ে,
আলো ছড়াবে যে, সেই তো গেছে চলে।
অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার,
এখন সন্ধ্যার প্রদীপ জ্বলে না চিলেকোঠার।
আবার তুমি আসো ফিরে,
রোদ্র খেলবে ফের পুরো চিলেকোঠা জুড়ে
একটি চিলেকোঠার নিচে কতো সুখ কতো আনন্দ
ঝুম বৃষ্টির দিনে চিলেকোঠার বারান্দায় শুয়ে আকাশ দেখা এবং রাতের আকাশে পূর্নিমায় জোৎস্না রাত দেখা সত্যিই মনোমুগ্ধকর তাছাড়া গিটার নিয়ে গান গাইতে গাইতে কফি মগে চুমুক দেয়া,রাতের আকাশে তারা গোনা,দোলনায় দোল খাওয়া সত্যিই নিসঙ্গ সময় কাটানোর ভালো বন্ধু মাঝে মাঝে খুব কাছের বন্ধুরা এসে আড্ডা দেয় চাইলে আপনারাও আসতে পারেন আমার চিলেকোঠার বারান্দায় নিমন্ত্রণ রইলো