হৃদয়ে রাজশাহী- Hridoye Rajshahi 3.59

4.9 star(s) from 10 votes
Rajshahi, 6100
Bangladesh

About হৃদয়ে রাজশাহী- Hridoye Rajshahi

হৃদয়ে রাজশাহী- Hridoye Rajshahi হৃদয়ে রাজশাহী- Hridoye Rajshahi is a well known place listed as City in Rajshahi , Community Organization in Rajshahi , Historical Place in Rajshahi ,

Contact Details & Working Hours

Details

বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী এক ইতিহাসখ্যাত নগরী। প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদের অংশ রাজশাহীর জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করছে। মৌর্য, গুপ্ত, পাল, সেন, মোগল, ইংরেজরা এ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন। এ অঞ্চলে রাজরাজড়াদের আবাসস্থলকে কেন্দ্র করে নাম হয়েছে রাজশাহী। পঞ্চদশ শতকে ভাতুরিয়া দিনাজপুরের জমিদার রাজা কংস বা গনেশ এ অঞ্চলের অধিপতি ছিলেন। তিনি রাজা শাহ নামে পরিচিতি ছিলেন। মনে করা হয় ‘রাজা’ আর ‘শাহ’ মিলে রাজশাহী নামকরণ হয়েছে। এ শহরের পাশ দিয়ে বয়ে গেছে একদা প্রমত্তা পদ্মার প্রাণলীলা। শহরের দক্ষিণে পদ্মার বিশালতা হাতছানি দেয়। শহরের পূর্ব-পশ্চিম-উত্তর আম্রকানন দিয়ে পরিবেষ্টিত।

১৭৭২ সালে ব্রিটিশ শাসনামলে রাজশাহী জেলা সৃষ্টি হয়। তখন রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ ছাড়াও বগুড়া ও পাবনা এবং বর্তমান পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার বৃহদাংশ ছিল এ জেলার অন্তর্গত। ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা সৃষ্টি হয় এবং ১৯৮৭ সালে এটি পৌর কর্পোরেশনের মর্যাদা লাভ করে। বর্তমানে একটি সিটি কর্পোরেশন, ১২টি পৌরসভা, ৯টি উপজেলা, ৭১টি ইউনিয়ন এবং ১৮৫৮টি গ্রাম নিয়ে রাজশাহী জেলা গঠিত। রাজশাহী জেলার তথ্য বাতায়নে যে তথ্য অন্তর্ভুক্ত হয়েছে তাতে সমাজের সর্বস্তর এর মানুষ উপকৃত হবার পাশাপাশি জনগণের দোরগোড়ায় জনপ্রশাসনের সর্বোত্তম সেবা পৌছে যাবে।

Rajshahi district was a part of the Pundra region of ancient Bengal. The capital of Vijay Sen, the king who led military operations in Sri Lanka and Southeast Asia was located 9 miles (14 km) to the west of Rajshahi town. In medieval times, the region came to be known as "Rampur Boalia". The origin of the present name of "Rajshahi" is debated among scholars. Most say that it takes its name from Hindu Kings and zamindars (or "Rajas") as Raj and the persianized Shahi; both of which means Royal or Kingdom. The administrative district was established in 1772 and the municipal corporation in 1876. Rajshahi was dominated by various Maharajas, Rajas and Zamindars.

It was made a city corporation in 1991. During the British Raj, it was also known as "Beuleah" and was the administrative headquarters of Rajshahi district in Eastern Bengal and Assam. It was originally chosen as a commercial factory for the silk trade, which was being officially encouraged by the agricultural department of that time. The town contained a government college, and an industrial school for sericulture. Most of the public buildings were severely damaged by the earthquake of 12 June 1897. Throughout much of the early part of the twentieth century there was a daily steamer service on the Ganges which connected it to rail-heads that led to the then provincial capital of Calcutta as well as other cities in the province of Bengal. Along with all of Bangladesh, Rajshahi witnessed both great atrocities by the Pakistan army and heroic struggles by the freedom fighters during the liberation war in 1971. The largest mass grave in Bangladesh is located in Rajshahi University, which was used as an army camp during the war. On the other hand, one of the great battles of the war took place near Rajshahi. Captain Mohiuddin Jahangir, who died in battle, was awarded the highest honor (Bir Shrestho) by the Bangladesh government after the war.