বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি 4.77

4.8 star(s) from 83 votes
Shelteck Niribili (1st Floor), 210/2 Elephant Road
Dhaka,
Bangladesh

About বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি is a well known place listed as Educational Organization in Dhaka , Non-profit Organization in Dhaka ,

Contact Details & Working Hours

Details

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান সংগঠন। এটি জাতীয় বিজ্ঞান জাদুঘরে একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নিবন্ধিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি এবং সমন্বয়ক বাংলাদেশের অন্যতম বিজ্ঞান-প্রযুক্তি এবং উদ্যোক্তা বিষয়ক সংগঠক মুনির হাসান। এছাড়াও বাংলাদেশের প্রধান প্রধান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিষ্ঠানের সাথে নানভাবে যুক্ত।

সংগঠনটি বিজ্ঞানকে জনপ্রিয় করতে এর প্রচার প্রসারে বহুদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। এসপিএসবি তার লক্ষ্য পূরণে বিভিন্ন ধরণের কার্যক্রম আয়োজন করে আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—

• প্রতিবছর বাংলাদেশের একমাত্র শিশু-কিশোরদের জন্য আয়োজিত বৈজ্ঞানিক কনফারেন্স, “শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস”, যেখানে শিশু কিশোরেরা তাদের বৈজ্ঞানিক গবেষণা প্রজেক্ট, পোস্টার এবং পেপার হিসেবে উপস্থাপনের সুযোগ পায়।

• ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল বাছাইয়ের জন্য আয়োজিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আইজেএসও-তে বাংলাদেশ দলের কার্যক্রম সমন্বয়ক এসপিএসবি।

• আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের বাংলাদেশ সমন্বয়ক এসপিএসবি। যেমন জাতিসংঘ ঘোষিত “আন্তর্জাতিক আলো ও আলোক প্রযুক্তি বছর ২০১৫” এর বাংলাদেশ সমন্বয়ক ছিল এসপিএসবি।

• বছর-জুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা শেখানোর জন্য আয়োজন করা হয় কুদরাত-ই-খুদা গ্রীষ্মকালীন বিজ্ঞান ক্যাম্প এবং মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা।

• বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে হয় আবাসিক জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প।

• বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আয়োজন করা হয় সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প।

• প্রতিবছর দুইজন বিজ্ঞান গবেষক দেন জহুরুল হক-আবদুল্লাহ আল-মুতী স্মারক বক্তৃতা। এছাড়া আছে রাধা গোবিন্দ স্মারক বক্তৃতা, আব্দুল জব্বার মেমোরিয়াল লেকচার ও নানা উপলক্ষে আয়োজিত জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা।

• এসপিএসবি প্রতি বছর আয়োজন করে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা।

• শিক্ষার্থীদের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিকে বিজ্ঞানের আনন্দে কাটানোর সুযোগ করে দিতে আয়োজিত হয় উইন্টার এবং সামার সায়েন্স স্কুল।

• স্কুল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজ্ঞান বক্তৃতার আয়োজন চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড (সিএসডব্লিউ)।

• উপশহরের স্কুল শিক্ষকদের জন্য আয়োজন করা হয় রুরাল সায়েন্স সেমিনার।

• স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্লাব কার্যক্রম “হিংটিংছট’, যেখানে বিজ্ঞানকে মজার এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন গেইম, এক্সপেরিমেন্ট এবং পাজলের মাধ্যমে।

• স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতেকলমে বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত করতে এসপিএসবি শুরু করতে যাচ্ছে মাকসুদুল আলম বিজ্ঞানাগার, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ইলেকট্রনিক্সের আলাদা আলাদা গবেষণাগার থাকবে।

• বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দিবসে থাকে আলোচনা, কুইজ, অলিম্পিয়াড ইত্যাদির আয়োজন।

• বিভিন্ন বিজ্ঞান উৎসব বা সায়েন্স ফেয়ারে অ্যাকাডেমিক সহায়তা দেয় এসপিএসবি।

এগুলো ছাড়াও এসপিএসবির নানা অনুল্লেখিত কার্যক্রম রয়েছে।

এই কার্যক্রমগুলো আয়োজনে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়াও এসপিএসবির সহযোগী হিসেবে নানা প্রতিষ্ঠান যুক্ত থাকে। এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—

• বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

• জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ

• বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)

• ইউনিভার্স অ্যাওয়ারনেস, ইউরোপীয় ইউনিয়ন

• সায়েন্স ফোরাম ২১, জাপান

• তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

• ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

• ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এছাড়া এসপিএসবি বিভিন্ন বিজ্ঞান সংগঠনকে সহায়তা করে থাকে। এসপিএসবির রয়েছে একটি দ্বিমাসিক মুখপত্র “মুক্তবার্তা”, যেখানে নিয়মিত কার্যক্রম সম্পর্কে ছাপা হয়।

OTHER PLACES NEAR বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

Show more »