সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন 4.68

3.7 star(s) from 13 votes
Santhahar
Bogra, 5891
Bangladesh

About সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন is a well known place listed as Train Station in Bogra ,

Contact Details & Working Hours

Details

সান্তাহার রেলওয়ে স্টেশন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত একটি জংশন স্টেশন। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন।

ইতিহাস:
অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্বদিকে বগুড়া হয়ে দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের রেললাইনের (ব্রডগেজ) সাথে আরও একটি রেললাইন (মিটারগেজ) নির্মিত হলে ‘সান্তাহার স্টেশন’ সান্তাহার জংশন স্টেশনে পরিণত হয়।[১]