বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, খুলনা 3.05

5 star(s) from 1 votes
DCA Bhaban, Nur Nagar, Boyra
Khulna, 9000
Bangladesh

About বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, খুলনা

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, খুলনা is a well known place listed as Government Organization in Khulna ,

Contact Details & Working Hours

Details

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) খুলনা ২০০২ সালের ১ জুলাই হতে যাত্রা শুরু করে। অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন হিসাব মহানিয়ন্ত্রক(সিজিএ) কার্যালয়ের অধিনস্ত এই কার্যালয় "এজি" অফিস নামে সর্বমহলে পরিচিত। বাংলাদেশে বর্তমানে মোট সাতটি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/ ডিসিএ কার্যালয় রয়েছে। খুলনা শহরের বয়রা, নুরনগরে নবনির্মিত সুদৃশ্য ডিসিএ ভবনটি ২৩ এপ্রিল ২০১৫ সালে হিসাব মহানিয়ন্ত্রক জনাব আবুল কাশেম উদ্বোধন করেন। এই কার্যালয়ে ১ জন ডিসিএ (৫ম গ্রেড), ১ জন ডিডিসিএ (৬ষ্ঠ গ্রেড), ৭ জন এ এন্ড এও (৯ম গ্রেড) সহ ৭২ জন কর্মকর্তা- কর্মচারী রয়েছেন। ডিসিএ কার্যালয় এর মাধ্যমে খুলনা বিভাগীয় শহরের সরকারি আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া ৯ টি জেলা ও ৫০ টি উপজেলা হিসাব রক্ষন অফিস প্রশাসনিক ভাবে এই কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন। বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ২১ ব্যচের কর্মকর্তা জনাব এ এস এম সোহরাব হোসেন গত ২৭/০৭/২০১৫ তারিখ হতে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন।