অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ 2.35

4.7 star(s) from 6 votes
পারভিন ম্যানশন (২য় তলা), রাজাগঞ্জ বাজার, বিশ্বনাথ, ৩১০০ সিলেট। Parvin Mansion (1st Floor), Rajaganj Bazar, Biswanath
Sylhet, 3100
Bangladesh

About অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ

অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ is a well known place listed as Community Organization in Sylhet ,

Contact Details & Working Hours

Details

বিশ্বনাথ বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী উপজেলা। সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিশ্বনাথ উপজেলার অবস্থান যার আয়তন প্রায় ২১৪.৫০ বর্গ কি.মি বা ৮২.৮২ বর্গ মাইল। এর উত্তরে রয়েছে সিলেট সদর উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা, দক্ষিণে রয়েছে সিলেট জেলার ওসমানীনগর থানা, পূর্বে রয়েছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা এবং পশ্চিমে রয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলা। প্রবাসী অধ্যুষিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার জনসংখ্যার এই উপজেলা শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যে যেমন অনেক এগিয়ে আছে তেমনি এখানে রয়েছে নিরক্ষর ও সুবিধাবঞ্ছিত বিশাল একটি জনগোষ্ঠী যারা নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু, সঠিক ব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার কারণে তারা তাদের ভাগ্য পরিবর্তনে খুব একটা সফলতা অর্জন করতে পারছে না। এই সুবিধাবঞ্ছিত কিন্তু সম্ভাবনাময় জনগোষ্ঠীকে সঠিক পরিচর্যা ও পথপ্রদর্শনের জন্য সরকারী-বেসরকারি যে সকল উদ্যোগ নেয়া হয়েছে তা খুবই নগণ্য এবং ফলাফলস্বরূপ এই অঞ্চলের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থাও বছরের পর বছর ধরে একই থেকে যাচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।

এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিগুলোর সমন্বিত রূপ দিয়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যাদি সম্পাদন করা এবং পুঁজির যোগান, বিনিয়োগ ও উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ১লা জানুয়ারি, ২০০৯ ইং এ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২০ জন উদ্যোগী সদস্যের হাত ধরে “অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ” এর যাত্রা শুরু। পরবর্তীতে ৩০শে নভেম্বর, ২০০৯ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০৪)” এর অধীনে সিল-১৩৫ এর মাধ্যমে সমিতি নিবন্ধিত হয়।

অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ’কে একটি অনন্য সমবায় সমিতি হিসাবে বিবেচনা করা হয় কারণ সমিতির সদস্য ও তাদের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট। সূচনালগ্ন হতে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার ফলে বর্তমানে অগ্রগামী বিশ্বনাথ তথা সিলেট জেলার একটি স্বনামধন্য আর্থ-সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জনকল্যাণকর কর্মকাণ্ডে সফলতার স্বীকৃতিস্বরূপ আমাদের সমবায় সমিতিটি সরকারী-বেসরকারি পর্যায়ে ব্যপক সুখ্যাতি অর্জন করেছে। অর্জন করেছে একাধিক “শ্রেষ্ঠ সমবায় সমিতি” পুরস্কার।


আমাদের কার্যক্রম

সূচনালগ্ন হতে অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ বিশ্বনাথ উপজেলার গ্রামীণ কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ক্ষুদ্র পরিসরে শুরু প্রতিষ্ঠানটি সদস্যদের সক্রিয় সহযোগিতায় বর্তমানে কর্মক্ষেত্রে ব্যপকতা লাভ করেছে। বিভিন্ন ধরনের সামজিক উদ্যোগ গ্রহণের পাশপাশি সদস্যদের অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আর আমাদের এসকল উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় তহবিলের প্রধান উৎস হচ্ছে সমিতির সদস্যদের সঞ্চয়। সমিতির নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ সামাজিকভাবে দায়বদ্ধ লাভজনক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে প্রতি বৎসর সদস্যদের জন্য পর্যাপ্ত মুনাফা অর্জন করে আমরা সফলতার স্বাক্ষর রাখছি। সদস্যদের সঞ্চয়ের পাশাপাশি আমাদের তহবিলের আরেকটি বড় উৎস হচ্ছে সরকারী-বেসরকারি বিভিন্ন অনুদান। একই সাথে আমাদের তহবিল গঠনে এলাকার বিত্তশালী ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশীদের অবদানও অনস্বীকার্য যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের পৃষ্ঠপোষকতা করে আসছেন।

আমাদের প্রধান কার্যক্রমের একটি হচ্ছে সদস্যদের মধ্যে সঞ্চয় মানসিকতার সৃষ্টি করা এবং তাদের সঞ্চয় দ্বারা সৃষ্ট সঞ্চয় তহবিল সদ্ব্যবহারের মাধ্যমে এবং সমিতির কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে ক্ষুদ্র ব্যবসা প্রকল্প হাতে নেয়া। একই সাথে সমিতির যোগ্য সদস্যদের নতুন ব্যবসা স্থাপনের জন্য স্বল্প মুনাফায় পুঁজির যোগান দেয়াও এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এসব সামাজিক ভাবে দায়বদ্ধ প্রকল্পসমূহ সমিতির সদস্য এবং তাদের পরিবারের দারিদ্র বিমোচনের পাশাপাশি জীবন যাত্রার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে চলছে। সঞ্চয় মানসিকতা তৈরির লক্ষ্যে আমাদের মাঠ কর্মীরা সদস্যদের ছোট ছোট দলকে নিয়ে নিয়মিত আলোচনা ও মতবিনিময়য় সভার আয়োজন করার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে থাকেন।

বাল্য শিক্ষাকে প্রাধান্য দেয়ার মাধ্যমে সমাজে শিক্ষা বিস্তারে আমরা সর্বদা সচেষ্ট। শিক্ষার্থী ঝরে যাওয়া রোধকল্পে আমাদের মাঠ কর্মীরা অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও তাদের পরিবারকে সনাক্ত করার মাধ্যমে সমিতির সহযোগিতা প্রকল্পের আওতাভুক্ত করেন। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য সমিতি বিভিন্ন ধরনের বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি সমিতি প্রতি বৎসর মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে থাকে।

শুধুমাত্র শিক্ষা একটি সমাজকে স্বাবলম্বী করতে পারেনা। এ জন্য শিক্ষার সাথে সাথে প্রয়োজন শিক্ষিত যুবক ও তরুনদের কর্মসংস্থান। আমাদের দেশে প্রায়শই দেখা যায় যে শিক্ষিত বেকার যুবকরা চাকরি না পাওয়ার হতাশা থেকে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত হয়ে পড়ে বা নেশার ভয়াল থাবা তাদেরকে ধ্বংস করে ফেলে। যুবসমাজের এই অবক্ষয় রোধে আমরা সর্বদা সচেষ্ট। যুবক ও তরুনদের সঠিক দিক নির্দেশনা দেয়ার জন্য আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে তরুণ ও যুবকদের অংশগ্রহণে নিয়মিত আলোচনা ও মতবিনিময়য় সভার আয়োজন করে থাকেন। আমাদের লক্ষ্য হচ্ছে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। একই সাথে নাগরিক অধিকার সম্বন্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক সংহতি শিক্ষা দেয়াও আমাদের অন্যতম উদ্দেশ্য। সম্ভাব্য যোগ্য তরুণ উদ্যোক্তাকে সঠিক পরিচর্যার নিমিত্তে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান এবং সমিতির সঞ্চয় তহবিল হতে স্বল্প মুনাফায় পুঁজির যোগান দেয়ায়ও আমাদের একটি উদ্দেশ্য। একই সাথে যুব সমাজকে অপরাধ ও নেশার ভয়াল থাবা থেকে মুক্ত রাখার জন্য তাদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়ে থাকে যাতে তারা সমাজের সাথে একাত্মতা পোষণ করতে পারে।

সামাজিক মূল্যবোধের উন্নয়নের লক্ষ্যেও আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের মাঠকর্মীরা সামাজিক ও পারিবারিক সহিংসতা রোধকল্পে সদস্যদের মধ্যে দলগত আলোচনা ও সামাজিক প্রতিরক্ষা সেবা প্রদান করে থাকেন। পারিবারিক কলহ হ্রাস, মাদকাসক্তি নিরাময়, নির্যাতিত বয়স্ক ও শিশুর পৃষ্ঠপোষকতা এবং এইসব অনগ্রসর এবং নির্যাতিত শ্রেণীকে সরকারী-বেসরকারী সাহায্যের আওতায় নিয়ে আসার জন্যও আমরা সর্বদা সচেষ্ট।

এছাড়াও অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কর্মক্ষেত্র বিশেষত অর্থনৈতিক লেনদেন যথেষ্ট বৃদ্ধি পাওয়ায়, সরকারী নীতিমালা এবং আমাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী প্রতি বৎসর একবার সমিতির পূর্ণাঙ্গ আভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়। বাৎসরিক এই নিরীক্ষা কার্যক্রমে আর্থিক কর্মকাণ্ড পর্যালোচনার সাথে সাথে সমিতির আভ্যন্তরীণ পরিচালনা পদ্ধতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং এ জাতীয় অন্যান্য কার্যক্রম নিরীক্ষা করা হয়। সমিতির বাৎসরিক এই পূর্ণাঙ্গ নিরীক্ষার পাশাপাশি বছরের অন্যান্য সময়ে প্রয়োজনীয়তা অনুযায়ী সমিতির এক বা একাধিক বিভাগ ও কার্যক্রম নিরীক্ষা করা হয়ে থাকে। এর ফলে সমিতির কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নিরীক্ষক কর্তৃক করা নিরীক্ষা আপত্তি ও সুপারিশমালা বাস্তবায়নে সমিতির গৃহীত পদক্ষেপেরও পর্যালোচনা করা হয়ে থাকে।

উপরোক্ত কর্মকাণ্ডের পাশাপাশি আমরা বিশ্বনাথ উপজেলার অন্যান্য সমবায় সমিতির সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপনে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সমিতি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিয়মিত মত বিনিময় সভার আয়োজন এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস একসাথে উদযাপন করা আমাদের নীতিমালার একটি প্রধান অংশ।

আমরা বিশ্বাস করি যে সমাজের এবং রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক লক্ষ্য পূরণে সমবায় আন্দোলন অদূর ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব লাভ করবে। কারণ সমবায় সমিতি হচ্ছে প্রধানত একটি অর্থনৈতিক শক্তি যেটি গরিব এবং সুবিধাবঞ্ছিত জনগুষ্টিকে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, কারণ এটি হচ্ছে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা যেটি সাধারণ মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করে, কারণ এটি হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেটি ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক ঝুঁকি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ এটি হচ্ছে এমন একটি সামাজিক ব্যবস্থা যেটি সমাজে বাল্যশিক্ষা, লিঙ্গসমতা ও সামাজিক মূল্যবোধের উন্নয়ন করে। তাই বিশ্বায়নের এ যুগে সমবায় সমিতি আন্দোলনকে সহায়তা করা সমাজের প্রত্যেক সদস্যের পবিত্র দায়িত্ব।

OTHER PLACES NEAR অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ

Show more »